খুলনা, বাংলাদেশ | ১১ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৬ নভেম্বর, ২০২৪

Breaking News

  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৯০
  কিশোরগঞ্জের ভৈরবে বাসা থেকে ২ সন্তানসহ বাবা-মায়ের মরদেহ উদ্ধার
  কুমিল্লায় অটোরিকশায় ট্রেনের ধাক্কায় নিহত বেড়ে ৭

পরকীয়ার জেরে রূপসার আমান খুন, ৪ বছর পর প্রধান আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রায় ৪ বছর পর খুলনার রূপসা থানার আলোচিত আমান শেখ হত্যা মামলার প্রধান আসামি মালেক সরদারকে গ্রেপ্তার করেছে সিআইডি। বৃহস্পতিবার দুপুরে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে তিনি স্বীকার করেন, পরকীয়ার কারণে আমান শেখকে হত্যা করা হয়েছে।

সিআইডি থেকে জানা গেছে, ২০১৮ সালের ২৮ নভেম্বর রূপসায় নিজ বাড়িতে আমান শেখকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় ৩ ডিসেম্বর রূপসা থানায় হত্যা মামলা দায়ের হয়। প্রায় ৪ বছর পর  ২৫ ফেব্রুয়ারি ঢাকার ধামরাই থানার একটি প্রত্যন্ত ইট ভাটা থেকে মালেক সরদারকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে খুলনা এনে ৫ দিনের রিমান্ডের আবেদন করে সিঅাইডি। এক পর্যায়ে বৃহস্পতিবার হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেন মালেক সরদার।

সিআইডির পুলিশ পরির্দশক মোঃ শফিকুল ইসলাম বলেন, জিজ্ঞাসাবাদে মালেক জানিয়েছে রূপসার জাবুসা (নবিন নগর) গ্রামে আমান শেখের ঘের ছিল। যেখানে সে একাই বসবাস করতো।। ঘেরের পাশেই ছিলো মালেক সরদারের বাড়ি। মালেক সারাদিন কাঠগোলায় কাজ করত। এই সুযোগে তার স্ত্রীর সঙ্গে আমানের পরকিয়ার সম্পর্ক গড়ে উঠে। এই পরকিয়া সম্পর্ক নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায় ঝগড়া-ঝাটি হতো। এক পর্যায়ে মালেক সরদার রাত ১টার ধারালো অস্ত্র দ্বারা কুপিয়ে আমান শেখকে গুরুতর জখম করে। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!