টস জিতে ব্যাটে নেমে মুস্তাফিজকে প্রথম বলেই চার মারেন চাকাভা। পরের দুই ওভারেও চড়াও ছিল। চতুর্থ ওভারে ওই জুটি ভাঙেন নাসুম আহমেদ। এরপর শেখ মেহেদি দুটি ও মোসাদ্দেক-মাহমুদউল্লাহ একটি করে উইকেট নিয়ে ম্যাচ নিয়ন্ত্রণে নিয়েছেন।
জিম্বাবুয়ে ১১ ওভারে ৫ উইকেট হারিয়ে ৫৮ রানে ব্যাট করছে। ক্রিজে আছেন রায়ান বার্ল ও মিল্টন শুম্বা। রেগিস চাকাভা ১০ বলে ১৭ করে ফিরেছেন। মেধেভেরে করেন পাঁচ রান। ক্রেগ আরভিন ২৪ রান যোগ করেন। প্রথম দুই ম্যাচে দুর্দান্ত খেলা সিকান্দার রাজা রানের খাতা খুলতে পারেননি।
সিরিজ নির্ধারণী ম্যাচে বাংলাদেশ একাদশে তিন পরিবর্তন এসেছে। ওপেনার মুনিম শাহরিয়ারের জায়গায় খেলছেন পারভেজ ইমনকে। শরিফুল ও সোহানের জায়গায় নাসুম ও মাহমুদউল্লাহ আছেন একাদশে।
জিম্বাবুয়ে একাদশে এসেছে তিন পরিবর্তন। লেগ স্পিনার জোহান মাসারাকে দলে নিয়েছে তারা। পেস আক্রমণে ভিক্টর নায়োচি খেলছেন। আছেন পেস অলরাউন্ডার ব্রাড ইভান্স ও সেটেল।
বাংলাদেশ একাদশ
লিটন দাস, পারভেজ ইমন, এনামুল হক, নাজমুল শান্ত, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, শেখ মেহেদি, মোসাদ্দেক হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ।
জিম্বাবুয়ে একাদশ
রেগিস চাকাভা, ক্রেগ আরভিন, ওয়েলসি মেধেভেরে, শন উইলিয়ামস, সিকান্দার রাজা, ব্রাড ইভান্স, মিল্টন শুম্বা, রায়ান বার্ল, লকি জনজি, ভিক্টর নায়োচি, জোহান মাসারা।
খুলনা গেজেট / আ হ আ