খুলনা, বাংলাদেশ | ২৩ বৈশাখ, ১৪৩১ | ৬ মে, ২০২৪

Breaking News

  চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ট্রাকের সঙ্গে ভটভটির মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত
  রাজধানীর যাত্রাবাড়ীতে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ২

পঞ্চগড়ে কাদিয়ানিদের ওপর হামলার ঘটনায় সাত মামলা, গ্রেপ্তার ৯৭

গেজেট ডেস্ক

পঞ্চগড়ে আহমদিয়া সম্প্রদায়ের (কাদিয়ানি) সালানা জলসা বন্ধের দাবিতে আন্দোলন ও সংঘর্ষের ঘটনায় আরও একটি মামলা হয়েছে।  সোমবার রাতে পুলিশের পক্ষ থেকে তথ্যপ্রযুক্তি আইনে এ মামলা করা হয়। হামলার ঘটনায় এ নিয়ে মোট সাতটি মামলা হলো।

এদিকে সোমবার রাত ১২টা পর্যন্ত আরও ১৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এনিয়ে সাত মামলায় মোট ৯৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার রাতে জেলা পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা এসব তথ্য নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, গত শুক্রবার আহমদিয়া সম্প্রদায়ের তিন দিনব্যাপী বার্ষিক সালানা জলসা শুরু হয় আহমদনগরে। কিন্তু এতে বাদ সাধে সম্মিলিত খতমে নবুওয়ত সংরক্ষণ পরিষদ সমর্থক মুসল্লিরা। তাঁরা এই জলসা বন্ধ করা এবং আহমদিয়া সম্প্রদায়কে অমুসলিম ঘোষণার দাবিতে শহরে ব্যাপক তাণ্ডব চালায়। রণক্ষেত্রে পরিণত হয় পঞ্চগড়। বাধ্য হয়ে প্রশাসন রাত ৮টায় জলসা বন্ধ করে দেয়। এর পরও ওই সম্প্রদায়ের লোকজনের বাড়িঘরে হামলা, ভাঙচুরসহ অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!