খুলনা, বাংলাদেশ | ৮ পৌষ, ১৪৩১ | ২৩ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  গাজীপুরে কারখানা খুলে দেওয়ার দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ
  উপদেষ্টা এ এফ হাসান আরিফের মৃত্যুতে আজ দেশজুড়ে রাষ্ট্রীয় শোক পালন
  কুমিল্লায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা, নিহত ৩

নড়াইলে শিক্ষার্থীদের সামাজিক ও সাইবার অপরাধ সম্পর্কে সচেতনতামুলক সভা

নিজস্ব প্রতিবেদক, নড়াইল

নড়াইলে শিক্ষার্থীদের সামাজিক ও সাইবার অপরাধ সম্পর্কে সচেতনতামুলক সভা অনুষ্ঠিত হয়েছে। ১৯ এপ্রিল মঙ্গলবার সকালে নড়াইল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় এবং নড়াইল সদর থানাধীন তুলারামপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে সামাজিক ও সাইবার অপরাধ সম্পর্কে সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবীর কুমার রায়, পিপিএম (বার), পুলিশ সুপার, নড়াইল। পুলিশ সুপার মহোদয় তার বক্তব্যে বলেন, বিজ্ঞান আশীর্বাদ নাকি অভিশাপ তা নির্ভর করে মানুষের সঠিক ব্যবহার বা প্রয়োগের উপর। আধুনিক যুগে তথ্যপ্রযুক্তির অবাধ প্রবাহে সামাজিক অপরাধের পাশাপাশি সাইবার অপরাধ প্রবণতা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। তোমরা সচেতনতার সাথে সোশ্যাল মিডিয়া (ফেসবুক, টুইটার) বা ইলেকট্রনিক ডিভাইস সমূহ ব্যবহার করবে এবং প্রয়োজনীয় ও ইতিবাচক বিষয়গুলো গ্রহণ করবে।

এমন কোন ছবি বা ডকুমেন্টস মোবাইল ফোন বা অন্য কোন ইলেকট্রনিক ডিভাইসে সংরক্ষণ বা কোন বন্ধুর নিকট হস্তান্তর করা যাবে না যাতে পরবর্তীতে তোমাদের বিব্রত, লজ্জিত ও সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়রানির শিকার হতে হয়। তিনি আরো বলেন, ছাত্রজীবন পড়ালেখা ও জীবন গঠনের সময়।

এ সময় পড়ালেখা করে পিতা মাতার মুখ উজ্জ্বল করতে হবে এবং মাতা-পিতা কষ্ট পায় বা তাদের সম্মান হানি হয় এমন কোন কাজ করা যাবে না। তোমরা কেউ বাল্যবিবাহ করবে না, পড়ালেখা করে আগে প্রতিষ্ঠিত হও, তারপর জীবনে সবকিছু ধাপে ধাপে আসবে।

এছাড়া তিনি শিক্ষার্থীদের কিশোর গ্যাং/ অপরাধ, ইভটিজিং ও মাদকসহ সকল ধরণের অপরাধ থেকে বিরত থাকার পরামর্শ দেন।

এ সময় তিনি সামাজিক ও সাইবার অপরাধ নিয়ন্ত্রণে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক ও ধর্মীয় শিক্ষার মাধ্যমে সচেতনতা বৃদ্ধির জন্য অভিভাবক ও শিক্ষকগণকে অনুরোধ করেন। মতবিনিময় সভায় জনাব এস, এম, কামরুজ্জামান, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার, ক্রাইম এন্ড অপস্; জনাব এস, এম, ছায়েদুর রহমান, জেলা শিক্ষা অফিসার; জনাব মীর শরিফুল হক, ডিআইও-১, জেলা বিশেষ শাখা; মোঃ শওকত কবীর, অফিসার ইনচার্জ, সদর থানা নড়াইল, পরিবেশবাদী যুব সংগঠন গ্রীন ভয়েস এর নড়াইলের সমন্বয়ক শরিফুজ্জামান এবং সাংবাদিকবৃন্দ সহ স্কুলের সকল শিক্ষকগণ ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!