খুলনা, বাংলাদেশ | ৩ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৮ নভেম্বর, ২০২৪

Breaking News

  বিচার বিভাগকে ঘুষ ও দুর্নীতিমুক্ত করার চেষ্টা হচ্ছে : ড. ইউনূস
  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৮৯
  পতিত স্বৈরাচার শেখ হাসিনাকেও আমরা ভারত থেকে ফেরত চাইব : প্রধান উপদেষ্টা

র‌্যাবের অভিযানে ওয়ান শুটারগানসহ সন্ত্রাসী আটক

নিজস্ব প্রতিবেদক, যশোর

নড়াইলে অভিযান চালিয়ে ওয়ান শুটারগানসহ নূর নবী শেখ নুরু নামে এক সন্ত্রাসীকে আটক করেছে র‌্যাব-৬ যশোরের সদস্যরা। সে নড়াইল শহরের ভাওয়ালখালী গ্রামের আকরাম বিশ্বাসের বাড়ির ভাড়াটিয়া। মঙ্গলবার (১৬ জানুয়ারি) রাতে র‌্যাব অভিযান চালিয়ে ওই আগ্নেয়ান্ত্রসহ তাকে আটক করে।

র‌্যাব সূত্র জানিয়েছে, নড়াইলের মোস্টওয়ান্টেড আলোচিত সন্ত্রাসী নূর নবী শেখ নুরু দীর্ঘদিন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসা ও সন্ত্রাসী তৎপরতা চালিয়ে যাচ্ছিল। ওইদিন রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে নুরু এলাকায় অবস্থান করছে। তার দখলে আগ্নেয়াস্ত্রও রয়েছে। এ খবরের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে একটি ওয়ান শুটারগানসহ তাকে আটক করে র‌্যাব সদস্যরা। এ ঘটনায় তার বিরুদ্ধে থানায় অস্ত্র আইনে মামলা দায়ের ও তাকে নড়াইল সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তারা বিরুদ্ধে নড়াইল সদর থানায় হত্যা, চাঁদাবাজিসহ ৩টি মামলা রয়েছে।

র‌্যাব-৬ এর যশোর ক্যাম্পের কমান্ডার মেজর মোহাম্মদ সাকিব হোসেন বলেছেন, মাদক, অস্ত্র, সন্ত্রাস, জঙ্গী অপতৎপরতা বিরুদ্ধে র‌্যাব সবসময় সোচ্চার। যে কেনো অপরাধমূলক কর্মকান্ডের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে র‌্যাব জনগনের আস্থা অর্জন করেছে ও অভিযান অব্যাহত রেখেছে।

খুলনা গেজেট/ টিএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!