‘ডিজিটাল আর্থিক ব্যবস্থায় ন্যায্যতা’ এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে নড়াইলে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (১৫ মার্চ) সকাল ১০ টায় জেলা প্রশাসন নড়াইলের আয়োজনে এই উপলক্ষে র্যালি ও আলোচনা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসকের দপ্তর থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনসভা অনুষ্ঠিত হয়।
আয়োজনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান। এ সময় মুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলু, নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শওকত কবীর, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ পরিচালক শরীফুল ইসলাম, এনজিও প্রতিনিধি, ব্যাবসায়ি , ভোক্তাসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন। বক্তারা বিশ্ব ভোক্তা অধিকার দিবস সর্ম্পকে আলোচনা করেন।
খুলনা গেজেট/ এস আই