‘প্রতিদিন এক গ্লাস দুধ পান করুন, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করুন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিভিন্ন আয়োজনে নড়াইলে বিশ্ব দুগ্ধ দিবস পালিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টায় এই উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে করোনা সতর্কতার মধ্য দিয়ে চত্ত্বরে র্যালি অনুষ্ঠিত হয় এবং স্থানীয় ৯ জন দুস্থ খামারীর মাঝে মিল্ক ক্যান, ৯ জনকে গোখাদ্য ও ভিটামিন মিনারেল প্রিমিক্স বিতরণ করা হয়।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা প্রাণি সম্পদ অফিসার ডাঃ মোঃ মারুফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ফকরুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোঃ রিয়াজুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নড়াইলের উপ-পরিচালক দিপক কুমার রায়, নড়াইল সদর উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম, সদর উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা মোঃ জিল্লুর রহামান, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবির টুকুসহ বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এই উপলক্ষে জেলা প্রাণি সম্পদ দপ্তরের আয়োজনে সপ্তাহব্যাপি বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম বাস্তবায়ন করা হবে।
খুলনা গেজেট/এনএম