খুলনা, বাংলাদেশ | ৮ পৌষ, ১৪৩১ | ২৩ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  গাজীপুরে কারখানায় আগুন : নিহতের সংখ্যা বেড়ে ২
  হাইকোর্টের বেশ কয়েকজন বিচারপতির বিরুদ্ধে অনিয়ম তদন্তে রাষ্ট্রপতির অনুমোদন
  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৫

নড়াইলে নেচে-গেয়ে আর্ন্তজার্তিক নার্স দিবস পালন

লোহাগড়া প্রতিনিধি

নেচে-গেয়ে আনন্দ উৎসবের মধ্যদিয়ে ২০২তম আর্ন্তজাতিক নার্স দিবস পালন করলো নড়াইল সদর হাসপাতালের সেবিকারা।
দীর্ঘ দুই বছরে যাবৎ করোনার কারনে দিবসটি পালন করতে পারেননি সেবিকারা।

বৃহস্পতিবার (১২মে) সকাল ৮টার দিকে নড়াইল সদর হাসপাতাল চত্বরে জড়ো হন কর্মরত সেবিকারা। সেখানে উপস্থিত হওয়ার পর থেকেই বাদ্যের তালে তালে নেচে-গেয়ে আনন্দ- উল্লাস করতে থাকেন। এরপর একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।শোভাযাত্রাটি পুরাতন বাসটার্মিনাল ও রূপগঞ্জ এলাকা ঘুরে একই স্থানে শেষ হয়। র‌্যালি চলাকালেও তাদের আনন্দ-উল্লাস থেমে থাকেনি। র‌্যালি শেষে হাসপাতাল চত্বরে আবারো সেবিকারা আনন্দ-উৎসবে মেতে ওঠেন। দুপুরে সদর হাসপাতালের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।

আলোচনা সভায় নড়াইল সদর হাসপাতালের নার্সিং সুপার ভাইজার ননী বালা বিশ্বাসের সভাপতিত্বে দিবসের তাৎপর্য ও সেবিকাদের উৎসাহমূলক বক্তব্য দেন প্রধান অতিথি নড়াইল সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ প্রেমানন্দ মন্ডল, বিশেষ অতিথি সদর হাসপাতালের সহকারি পরিচালক ডাঃ আসাদুজ্জামান মুন্সি।

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন স্বাধীনতা নার্সেস পরিষদ নড়াইল জেলা কমিটির সভাপতি বিউটি পারভীন, সাধারন সম্পাদক হেনা পারভীন, সিনিয়র ষ্টাফ নার্স মজিদা খানম, সুমি আকতার, রোমানা আফরোজ, শাহিনুর বেগম, সুপ্রিয়া সহ অনেকে। আলোচনা সভা শেষে অতিথিদের সঙ্গে নিয়ে কেক কাটেন সেবিকারা।

সিনিয়র স্টাফ নার্স মজিদা খানম বলেন,  আমরা একঘেয়েমিভাবে হাসপাতালে রোগীদের সেবা দিয়ে যাচ্ছি। বিনোদনের কোন সুযোগ পাই না। আজ ১২ মে আর্ন্তজাতিক নার্স দিবসে সকলে একত্রিত হয়েছি। তাছাড়া গত দুবছর করোনার কারনে দিবসটি উৎসবমুখরভাবে পালন করা সম্ভব হয়নি। এবছর করোনা কমে যাওয়ায় আমরা সবাই আনন্দ-উৎসবের মধ্যদিয়ে দিনটি পালন করেছি।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!