নড়াইলে দুই মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদন্ড, ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের কারাদন্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে নড়াইল জেলা ও দায়রা জজ মুন্সী মোঃ মশিয়ার রহমান এ দন্ডাদেশ দিয়েছেন।
সাজাপ্রাপ্ত আসামীরা হলেন ঝিনাইদহ জেলার কালিগঞ্জ থানার ব্রজপাটলী গুচ্ছগ্রামের বাসিন্দা আনসার গাজীর ছেলে জাহাঙ্গীর আলম ও হায়াত গাজীর ছেলে আব্দুল হাকিম গাজী। আসামীরা পলাতক রয়েছে।
মামলার বিবরণে জানা যায়, ২০১৩ সালের ৭ আগষ্ট বিকালে নড়াইল-যশোর সড়কের সদরের আবাদ মোড়ে ইঞ্জিন চালিত একটি আলম সাধুর বডির ভিতরে বিশেষ কায়দায় রক্ষিত ১ হাজার ২শ ২৫ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নড়াইল সদর থানায় পরদিন ৮ আগষ্ট জাহাঙ্গীর আলম ও আব্দুল হাকিম গাজীর নামে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়।
মামলায় ৯ জন স্বাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে অভিযুক্ত আসামীদেরকে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯ (১) এর ৩ (খ) ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় এ দন্ডাদেশ প্রদান করা হয়। এছাড়া জব্দকৃত ফেনসিডিল ধ্বংস এবং আলম সাধুটি নিলামে বিক্রির মাধ্যমে বিক্রয়কৃত অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। বিজ্ঞ বিচারক মামলার রায়ে আরো আদেশ দেন আসামীরা গ্রেপ্তারের পর থেকেই সাজা কার্যকর করা হবে।
খুলনা গেজেট/এনএম