নড়াইলে বিশ্ব বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৯৮ তম জন্মবার্ষিকী বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে পালিত হয়েছে।
তিনি ১৯২৪ সালের ১০ আগষ্ট নড়াইল পৌরসভার মাছিমদিয়া গ্রামে জন্ম গ্রহন করেন। তার পিতার নাম মেছের আলী ও মাতা মাজু বিবি।
বরেণ্য এই শিল্পীর জন্ম বার্ষিকী উপলক্ষে সকাল ৬ টায় এসএম সুলতান ফাউন্ডেশন ও জেলা প্রশাসন নড়াইলের আয়োজনে নড়াইল পৌরসভার কুড়িগ্রামে অবস্থিত এসএম সুলতান কমপ্লেক্স চত্বরে কোরআনখানির মধ্যদিয়ে দিনের কর্মসূচি শুরু হয়।
অন্যান্য কর্মসূচির মধ্যে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা, শিল্পীর কবরে শ্রদ্ধাঞ্জলি ও দোয়া মাহফিল, সুলতানে জীবন ও কর্মের ওপর ফিরে দেখা সুলতান নামে ডিডিও উপস্থাপন, পুরস্কার বিতরনী, দেশের ২৫ জন শিল্পী নিয়ে দিনব্যাপি আর্টক্যাম্প ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
সকাল ৯ টায় শিল্পীর কবরে জেলা প্রশাসন, এস.এম সুলতান ফাউন্ডেশন, জেলা পুলিশ, এসএম সুলতান বেঙ্গল চারুকলা মহাবিদ্যালয়, এসএম সুলতান শিশু চারু ও কারুকলা ফাউন্ডেশন, নড়াইল প্রেসক্লাব, জেলা শিল্পকলা একাডেমী, সম্মিলিত সাংস্কৃতিক জোট, চিত্রা থিয়েটারসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। শ্রদ্ধা নিবেদন শেষে শিল্পীর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
এসময় জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, পুলিশ সুপার প্রবীর কুমার রায়, বাংলাদেশ শিল্পকলা একাডেমির চারুকলা বিভাগের পরিচালক মিনি করিম, নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরা, সম্মিলিত সাংস্কৃতিক জোট নড়াইলের সভাপতি মলয় কুমার কুন্ডু, নড়াইল প্রেসক্লাবের সাধারন সম্পাদক শামীমুল ইসলাম টুলু, এসএম সুলতান শিশুচারু ও কারুকলা ফাউন্ডেশনের চেয়ারম্যান শেখ হানিফ, এস এম সুলতান বেঙ্গল চারুকলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ অনাদী বৈরাগীসহ সুলতানপ্রেমীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য এসএম সুলতান ১৯৮২ সালে ‘একুশে পদক’, ১৯৮৪ সালে ‘রেসিডেন্ট আর্টিস্ট’ ১৯৮৬ সালে ‘বাংলাদেশ চারুশিল্পী সংসদ সম্মাননা’ এবং ১৯৯৩ সালে ‘স্বাধীনতা পদক’ ভুষিত হন।
এছাড়াও ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে ‘ম্যান অব দ্য ইয়ার’, নিউইয়র্কের বায়োগ্রাফিক্যাল সেন্টার থেকে ‘ম্যান অব অ্যাচিভমেন্ট’ এবং এশিয়া উইক পত্রিকা থেকে ‘ম্যান অব এশিয়া’ সহ বিভিন্ন পুরস্কার লাভ করেন।
১৯৯৪ সালের ১০ অক্টোবর যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে শিল্পী সুলতান মৃত্যু বরন করেন।