নড়াইলে অস্ত্র মামলায় আক্তারুজ্জামান বাবুল ওরফে কোবরা বাবুলকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করছে আদালত। মঙ্গলবার (৮ মার্চ) জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুন্সী মোঃ মশিয়ার রহমান এ আদেশ দেন।
সাজাপ্রাপ্ত বাবুল নড়াইল পৌরসভার ভওয়াখালী গ্রামের মৃত লালমিয়া বিশ্বাসের ছেলে। রায়ের সময় আসামি পলাতক ছিলেন। এ মামলায় অপর দুই আসামি মাসুম ওরফে গ্রীল মাসুম ও খন্দকার নাসিম বিল্লাহকে বেকসুর খালাস প্রদান করেছে আদালত।
মামলার বিবরণে জানা গেছে, ২০১৬ সালের ২৮ আগস্ট গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের এসআই জাহিদুল ইসলাম জানতে পালে ভওয়াখালী তার বাড়িতে অস্ত্র বেচা-কেনা চলছে। এ সময় পুলিশ ওই বাড়িতে হানা দিয়ে আক্তারুজ্জামান বাবুল ওরফে কোবরা বাবুল, মাসুম ওরফে গ্রীল মাসুম ও খন্দকার নাসিম বিল্লাহকে গ্রেপ্তার করে। তাদের তল্লাশি করে বাবুলের কাছ থেকে ৬ রাউন্ডগুলিসহ একটি বিদেশী পিস্তল উদ্ধার করে। এছাড়া ঘরের মধ্য থেকে ১১ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। এ ঘটনায় সদর থানায় মামলা দায়ের করে পুলিশ।