খুলনা, বাংলাদেশ | ৩ মাঘ, ১৪৩১ | ১৭ জানুয়ারি, ২০২৫

Breaking News

  তিন ঘণ্টা পর হাজারীবাগের ট্যানারি গোডাউনের আগুন নিয়ন্ত্রণে
  চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত

নিসচার খুলনা মহানগর শাখার সভাপতি বিপ্লব, সম্পাদক মুন্না

নিজস্ব প্রতিবেদক

চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন প্রতিষ্ঠিত নিরাপদ সড়ক চাই (নিসচা) খুলনা মহানগর শাখার ২ বছর মেয়াদি ২০২২-২০২৩ সনের কমিটি গঠন করা হয়েছে। আগামী দুই বছরের জন্য এসএম ইকবাল হোসেন বিপ্লবকে সভাপতি এবং মাহবুবুর রহমান মুন্নাকে সাধারণ সম্পাদক করে ৩৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

কমিটি গঠনের লক্ষ্যে এক সভা রোববার (১৩ জুন) সন্ধ্যায় মহানগরীর টনি খান হোটেল ম্যানেজমেন্ট ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়। নিসচার খুলনা মহানগর আহবায়ক এসএম ইকবাল হোসেন বিপ্লবের সভাপতিত্বে এবং মাহবুবুর রহমান মুন্নার সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন নিরাপদ সড়ক চাইয়ের (নিসচা) কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এসএম আজাদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি শ্যামল সিংহ রায়, প্রধান বক্তা ছিলেন বিশিষ্ট শিল্পপতি খুলনা জেলা আওয়ামী লীগ নেতা শ্রীমন্ত অধিকারী রাহুল। বিশেষ বক্তা ছিলেন নিসচা’র জেলা সভাপতি মো: হাছিবুর রহমান হাছিব।

সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য এসএম ইকবাল হোসেন বিপ্লব-কে সভাপতি এবং মাহবুবুর রহমান মুন্না-কে সাধারণ সম্পাদক করে ৩৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি শেখ মনির আহমেদ মুন্না, শেখ মো: নাসিরউদ্দিন, আব্দুস সালাম শিমুল, সহ-সাধারণ সম্পাদক মো: রুহুল আমীন তালুকদার সোগাগ, মো: ইলিয়াস হোসেন লাবু, মো: রকিবউদ্দিন ফারাজী,অর্থ সম্পাদক মো: নাজমুল হোসেন, সাংগঠনিক সম্পাদক ফারহানা চৌধুরী কনিকা, দপ্তর সম্পাদক এম মোস্তফা কামাল, দুর্ঘটনা অনুন্ধান বিষয়ক সম্পাদক আবিদ শান্ত, প্রচার সম্পাদক মো: সোলায়মান হোসেন, প্রকাশনা সম্পাদক মো: নাসিরউদ্দিন, আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট মো: মাসুম বিল্লাহ, সাংস্কৃতিক সম্পাদক মো: মাসুদ রানা, সমাজ কল্যান সম্পাদক মো: আফজাল দেওয়ান, ক্রিড়া সম্পাদক মো. মনিরুল ইসলাম সাগর, মহিলা সম্পাদক শিরিনা পারভীন, যুব বিষয়ক সম্পাদক আহসান পারভেজ তুরান, কার্য্যনির্বাহী সদস্য মো: হাফিজুর রহমান চৌধুরী, এ্যাডভোকেট শেখ হাফিজুর রহমান, এসএম জাহিদ সিদ্দিকী, মো: আকরাম হোসেন, মো: শহিদুল ইসলাম, মো: মনিরুল ইসলাম সোহাগ, আল আমিন মো: আব্দুল্লাহ চৌধুরী, মো: রেজাউল করিম, মো: মাহবুবুর রহমান খান, এসকেএমডি বাহালুল আলম, মাহমুদা আক্তার লিজা, বনানী আফরোজা, শেখ মেরাজ হোসেন, মো: আবু মুছা, মো: শামীম হোসেন, মো: ইসরাইল হোসেন, মো: তোফাজ্জেল হোসেন, মো: রাসেল কবির,আবুল হাসান, কাজী রাসেল, মো. হেলাল হোসেন, মো: আরাফাত হোসেন, তানিয়া সুলতানা, মো: সাইফুল ইসলাম।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!