খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, গৃহস্থালির ময়লা আবর্জনা অপসারণের ক্ষেত্রে কেসিসি কর্তৃপক্ষ নগরবাসীর দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করে। যেখানে সেখানে আবর্জনা না ফেলে সেগুলো নির্ধারিত স্থানে রাখলে নাগরিক সেবা প্রদান সহজ হবে। এ সকল কাজে তিনি বেসরকারি সংস্থাগুলিরও সার্বিক সহযোগিতা কামনা করেন।
সিটি মেয়র আজ বুধবার দুপুরে নগর ভবনের জিআইজেড মিলনায়তনে ‘‘ব্রাক আরবান ডেভলপমেন্ট প্রোগ্রাম’’-এর আওতায় নগরীতে কাজের অগ্রগতি পর্যালোচনা সভায় সভাপতির বক্তৃতায় এ কথা বলেন।
উল্লেখ্য, কেসিসি’র তত্ত্ববধানে স্বেচ্ছাসেবী সংস্থা ‘ব্রাক’ উল্লিখিত প্রোগ্রামের আওতায় নগরীতে ড্রেন, ফুটপাথ, ডাস্টবিন, ওয়াটার পয়েন্ট প্রতিস্থাপন, কমিউনিটি টয়লেট, পাবলিক টয়লেট, ওপেন স্পেস রিজেনারেশন নির্মাণসহ সিডিও গঠনের মাধ্যমে দুর্যোগ প্রশমন, স্বাস্থ্য, পরিচ্ছন্নতা, সঞ্চয় ইত্যাদি বিষয়ে সুবিধাভোগীদের দক্ষতা উন্নয়নে কাজ করছে।
সিটি মেয়র আরো বলেন, নগরীর অসহায় ও দরিদ্র মানুষকে সহযোগিতা প্রদান আমাদের নৈতিক দায়িত্ব। এ দায়িত্ববোধ জাগ্রত করে বিত্তবানদের মানব সেবায় এগিয়ে আসতে হবে। তিনি বলেন, নগরীর প্রতিটি বস্তিতে বস্তিবাসীদের জীবনমান উন্নয়নে কেসিসি আন্তরিকতার সাথে কাজ করছে। এ কাজে বেসরকারি সংস্থাসমূহ এগিয়ে আসলে কাজের অগ্রগতি আরো ত্বরান্বিত হবে বলে তিনি উল্লেখ করেন।
কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্মসচিব) লস্কার তাজুল ইসলাম, চীফ প্লানিং অফিসার আবির উল জব্বার, আর্কিটেক্ট রেজবিনা খানম, সহকারি কঞ্জারভেন্সি অফিসার নুরুন্নাহার এ্যানী, সহকারী টাউন প্লানার নিশাত তাছনিম, ব্রাক-এর প্রতিনিধি গোলাম মোস্তফা, মন্নুজান মুন্নি, সাবরিনা পারভীন, ইমামুল আজম শাহী, সজল কুমার সাহা, মো: ওয়াসীম আক্তার প্রমুখ সভায় উপস্থিত ছিলেন।