খুলনা, বাংলাদেশ | ২২ বৈশাখ, ১৪৩১ | ৫ মে, ২০২৪

Breaking News

  প্রতিযোগিতামূলক করতে প্রতীক ছাড়া স্থানীয় নির্বাচন করছে আ’লীগ, অন্য দল প্রতীক দিয়ে নির্বাচনে যেতে পারে : ওবায়দুল কাদের

নিবন্ধন পেল ইলেকশন মনিটরিং ফোরাম

গেজেট ডেস্ক

বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক নিবন্ধিত ৩১টি পর্যবেক্ষক সংস্থা ও ২০টি এনজিও সংগঠনের মোর্চা ইলেকশন মনিটরিং ফোরামকে নিবন্ধন দিয়েছে সরকার। কোম্পানী আইন ১৯৯৪ এর ২৮ ধারা অনুযায়ী ২৫ সেপ্টেম্বর, ২০২২ তারিখে বাণিজ্য মন্ত্রণালয়ের সংগঠন-১ শাখায় দায়িত্ব প্রাপ্ত উপ-সচিব তরফদার সোহেল রহমান স্বাক্ষরিত পত্রে উল্লেখিত নিবন্ধন নং-১০/২০২২।

ইলেকশন মনিটরিং ফোরামের কার্যনির্বাহী কমিটিতে- চেয়ারম্যান হিসেবে রয়েছেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের মহাসচিব আলহাজ্ব অধ্যাপক মাওলানা মোহাম্মদ আবেদ আলী, পরিচালকবৃন্দ যথাক্রমে- সাবেক নির্বাচন কমিশনার শাহ নেওয়াজ, ডুয়েটের উপাচার্য অধ্যাপক ড. হাবিবুর রহমান, বুয়েটের উপ-উপাচার্য অধ্যাপক ড. আব্দুল জব্বার খান, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. আহমেদ আবুল কালাম আজাদ, মানবাধিকার সংগঠক মো: তানবীরুল মহসীন, ব্যবসায়ী মো: ইকবাল বাহার, এনজিও সংগঠক মো: মনির হোসেন, সুলতানা রাজিয়া।

গণতন্ত্র, ভোটাধিকার, অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান এবং জনগণকে ভোট দিতে উদ্বুদ্ধকরণসহ বিভিন্ন কার্যক্রমের উদ্দেশ্য নিয়ে সংস্থাটি একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে গঠিত হয়েছিল এবং দেশী-বিদেশী পর্যবেক্ষক আমন্ত্রণ জানিয়ে বহুল আলোচিত এ সংগঠন ২০১৮ সালের পর থেকে দেশের স্থানীয় সরকার নির্বাচন পর্যবেক্ষণসহ বিভিন্ন মানবিক কার্যক্রমে দেশব্যাপী কর্মসূচী অব্যাহত রেখেছে।

ইলেকশন মনিটরিং ফোরাম (ইএমএফ) এর নিবন্ধন প্রদান করায় মন্ত্রী পরিষদ সচিব, মুখ্য সচিব, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব, নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দ।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!