খুলনা, বাংলাদেশ | ২২ বৈশাখ, ১৪৩১ | ৫ মে, ২০২৪

Breaking News

  কাল থেকে দেশের সকল মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে : শিক্ষা মন্ত্রণালয়
  সুন্দরবনের গহিনে জ্বলছে আগুন
  দ্বিতীয় ধাপে উপজেলা নির্বাচনে প্রার্থী হওয়ায় ৬১ জনকে বহিষ্কার করেছে বিএনপি
  মুন্সিগঞ্জের গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত

নারী সহিংসতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের আহ্বান সাকিবের

ক্রীড়া প্রতিবেদক

বর্তমানে দেশের অন্যতম প্রধান ইস্যু ধর্ষণ ও নারী নির্যাতন। প্রতিদিনই গণমাধ্যমে এ সম্পর্কিত নেতিবাচক খবর আসছে। সম্প্রতি এমন অবস্থার বিরুদ্ধে রুখে দাঁড়াতে শুরু করেছে যুব সমাজ। চুপ থাকলেন না বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসানও। সবাইকে বর্বরদের বিরুদ্ধে রিখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি।

মঙ্গলবার নিজের অফিসিয়াল ফেসবুক পেজে একটি পোস্ট করেন সাকিব। সেখানে তিনি লেখেন, চমৎকার একজন নারীর ছেলে আমি, জীবন চলার পথে স্ত্রী হিসেবে পেয়েছি অপূর্ব একজন নারীকে, দারুণ একজন নারীর ভাই আমি আর দুটি ফুটফুটে কন্যার বাবা আমি।

জাতীয় দলের সাবেক অধিনায়ক আরো লেখেন, এক শ্রেণির বর্বর মানুষ বয়স, ধর্ম ও বর্ণ নির্বিশেষে নারী ও শিশুদের প্রতি প্রতিদিনই যে জঘন্য অন্যায় করছে তারপর আমি আর চুপ থাকতে পারিনা। আমার অবস্থান তাই সব ধরনের ঘৃণা ও সহিংসতার বিরুদ্ধে।

সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে টাইগার অলরাউন্ডার লিখেছেন, আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে এই নৈতিক অবক্ষয়ের বিরুদ্ধে লড়াই করি এবং আমাদের নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করি যাতে তারা স্বপ্ন দেখতে পারে এবং নির্ভয়ে তাদের জীবনযাপন করতে পারে।

এখন প্রতিবাদ না জানালে তার ফল কি হতে পারে সেদিকে উল্লেখ করে সাকিব লেখেন, মনে রাখবেন, আজকে আমরা যদি এই বর্বর এই আচরণ ও মানসিকতার বিরুদ্ধে রুখে না দাঁড়াই, তবে একদিন আমাদের প্রিয়জনদের একজনই হতে পারে এই নির্মমতার ভুক্তভোগী।

সাকিব যোগ করেন, একে অপরের অধিকার রক্ষা ও আদায়ের জন্য আমাদের চালিয়ে যেতে হবে লড়াই, ঠিক যেভাবে আমাদের অধিকার নিশ্চিত করতে লড়েছিলেন আমাদের মুক্তিযোদ্ধারা।

খুলনা গেজেট/এএমআর




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!