খুলনা, বাংলাদেশ | ১২ পৌষ, ১৪৩১ | ২৭ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  জাহাজে ৭ খুনে জড়িতদের বিচার দাবিতে সারাদেশে নৌযান শ্রমিকদের লাগাতার কর্মবিরতি শুরু
  মারা গেছেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং

নারী ও শিশু নির্যাতন বন্ধের দাবিতে উপকূলবাসীর মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

“শতকোটি রুখে দাঁড়াও নারী নির্যাতনের বিরুদ্ধে” এই শ্লোগানকে সামনে রেখে নারী ও শিশু নির্যাতন বন্ধের দাবিতে সাতক্ষীরার শ্যামনগরে মানববন্ধন করেছে উপকূলবাসী। কমিউনিটিভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন কর্মসূচির (ক্রিয়া) আওতায় রোববার (১১ ফেব্রুয়ারি) স্থানীয় উন্নয়ন সংগঠন লিডার্স শ্যামগরের বুড়িগোয়ালিনী ইউনিয়নের দাতিনাখালীতে এই মানববন্ধনের আয়োজন করে।

বুড়িগোয়ালিনী এলাকাবাসীর পক্ষ থেকে মানববন্ধনে বক্তব্য রাখেন, উপকূলের নারী মুসলিমা খাতুন। তিনি বলেন, অভাবের কারণে পারিবারিক নির্যাতন বা নারীর প্রতি নির্যাতন হয়। তবে অন্যান্য কারণেও নারী ও শিশুর প্রতি নির্যাতনের ঘটনা ঘটছে। আমরা নারী-পুরুষ সকলে সচেতন হলে এই নির্যাতন ও সহিংসতা বন্ধ হবে।

মানববন্ধনে এলাকাবাসীর পক্ষ থেকে আছিয়া আক্তার বলেন, আজ এই মানববন্ধনের উদ্দেশ্য হলো নারী নির্যাতন ও নারীর প্রতি সহিংসতা বন্ধ করা। পাশাপাশি শিশুর প্রতিও সকল প্রকার সহিংসতা রোধ করা। আমি ও আপনি সচেতন হলেই এগুলো বন্ধ হবে।

মানববন্ধনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বুড়িগোয়ালিনী ইউপি সদস্য আবিয়ার সর্দার বলেন, নারী নির্যাতন ও শিশুর প্রতি নির্যাতন আমাদের দেশে ভয়াবহ আকার ধারণ করেছে। সরকার ও বেসরকারি সংস্থার পাশাপাশি আমাদেরকেও সচেতন হতে হবে তবেই এগুলো বন্ধ হবে। আজকের মানববন্ধনে উপস্থিত সকলের নিকট অনুরোধ-আপনারা নারী নির্যাতন বা শিশু নির্যাতনের ঘটার আশঙ্খা দেখলেই হটলাইনে ফোন দিবেন। এলাকাবাসী বা পরিবারকে বুঝাবেন। নারী নির্যাতনের বিরুদ্ধে সকলে জেগে উঠলে একটা সমাধান হবে। লিডার্সকে ধন্যবাদ জানিয়ে তিনি আরো বলেন, সময়পোযোগী এই আয়োজন উপকূলবাসীকে উপকৃত করবে। সমাজের সকল ভালো কাজে আমরা আপনাদের পাশে রয়েছি।

মানববন্ধনে অংশগ্রহণকারী উপকূলবাসী নারী ও শিশু নির্যাতন বন্ধের দাবিতে ব্যানার, ফেস্টুন ও প্লাকার্ড হাতে প্রতিবাদ জানায়। এসময় তারা দাবি করেন, নারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধ করুন, নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জনমত গঠন করুন, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ আইনের যথাযথ প্রয়োগ করুন এবং নারী ও শিশুর প্রতি সহিংসতার বিরুদ্ধে সামাজিক সচেতনতা সৃষ্টি করুন।

খুলনা গেজেট/এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!