খুলনায় নদীতে গোসল করতে গিয়ে বুশরা (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে রূপসা উপজেলার চাঁদপুর গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত শিশু চাঁদপুর গ্রামের সাহাবুর রহমানের ছেলে। তবে পরিবারের পক্ষ থেকে এ ঘটনায় থানায় কোন তথ্য জানানো হয়নি বলে পুলিশ জানিয়েছে।
এলাকাবাসি সূত্রে জানা গেছে, দুপুর ১ টার দিকে পরিবারের সদস্যদের সাথে বুশরা গোসল করতে আঠারো বেকী নদীতে যায়। নদীতে নেমে যে যার মতো আনন্দে ছিল। এরই মাঝে বুশরা সকলের অজান্তে নদীর পানিতে হারিয়ে যায়। বুশরার উপস্থিতি দেখতে না পেয়ে সকলে খুঁজতে থাকেন। পরে দুপুর আড়াইটার দিকে তার মরদেহ নদীতে ভেসে ওঠে। পরে তাকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমেছে।
খুলনা গেজেট / আ হ আ