খুলনা, বাংলাদেশ | ১লা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৫ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  ২১ আগস্ট গ্রেনেড হামলা : আপিল বিভাগে ফের শুনানি ২৬ মে
  তিন দফা দাবিতে আজও রাজধানীর কাকরাইল মোড়ে জবি শিক্ষার্থীদের অবস্থান, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা
  এনবিআর বিলুপ্ত করে দু’টি বিভাগ করার প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারীদের দ্বিতীয় দিনের মতো কলমবিরতি চলছে

নগরীর চার প্রতিষ্ঠানকে ৫ লাখ ৮০ হাজার টাকা জরিমানা (ভিডিও)

নিজস্ব প্রতি‌বেদক

নগরীর সোনাডাঙ্গা ও সদর এলাকার ৪ টি খাদ্য উৎপাদন ও বিপনন প্রতিষ্ঠানকে ৫ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমান আদালত। সোমবার(১৮ এপ্রিল) সকালে এ অভিযান শুরু করা হয়।

র‌্যাব-৬ সদর কোম্পানি কমান্ডারের নেতৃত্বে জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিট্রেট রঞ্জিত কুমার মল্লিক, খালিশপুর বিএসটিআই এর ফিল্ড অফিসার রেজানুর রহমান সরকার ও মেডিকেল টেকনোলজি সেনিটারী ইন্সপেক্টর শেখ মোহাম্মদ মাসুমের সহযোগীতায় খুলনার সোনাডাঙ্গা ও সদর থানা এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।

র‌্যাব জানায়, কেএমপি খুলনার সোনাডাঙ্গা ও সদর থানা এলাকায় কিছু অসাধু ব্যবসায়ী বিএসটিআই আইন, ওজন ও পরিমাপ মানদন্ড আইন ও ভোক্তা অধিকার আইন অমান্য করে খাদ্যদ্রব্য উৎপাদন ও বাজারজাত করে আসছিল। এমন তথ্য ছিল র‌্যাবের কাছে।

তথ্যের ভিত্তিতে সোনাডাঙ্গা ও সদর থানা এলাকায় মোবাইলকোর্ট অভিযান পরিচালনা করা হয়। এ সময় নানা অপরাধে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

এরমধ্যে সোনাডাঙ্গা বাইপাস সড়কের মেসার্স ইসমাইল ফুড এর সত্ত্বাধিকারী মোঃ মোস্তফা কামাল (৩৮), কে বিএসটিআই হতে লাইসেন্স না নিয়ে বিস্কুট, রুটি ও কেক বিক্রয় ও বিএসটিআই এর লোগো ব্যবহার করার দায়ে বাংলাদেশ স্টান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন ২০১৮ এর ১৫(১)/২৭ ধারায় ৫০ হাজার টাকা অর্থদন্ড করা হয়।

সোনাডাঙ্গার নিউ রতন চানাচুর ফ্যাক্টরীর সত্ত্বাধিকারী সিদ্ধেশ্বর রায় (৪৮) কে বিএসটিআই হতে দেয়া মোড়ক নিবন্ধন সনদের শর্তাবলী যথাযথ পালিত না হওয়ায় ওজন ও পরিমাপ মানদন্ড আইন ২০১৮ এর ২৪(১)/৪১ ধারায় ৩০ হাজার টাকা অর্থদন্ড করা হয়।

সোনাডাঙ্গার সাতক্ষীরা যাদব ঘোষ ডেয়ারীর সত্ত্বাধিকারী শংকর ঘোষকে অস্বাস্থ্যকর, অপরিষ্কার ও অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য উৎপাদনের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারায় ১ লাখ টাকা জরিমান করা হয়।

হাদিস পার্কের পাশ্বের সাতক্ষীরা যাদব ঘোষ ডেয়ারীর সত্ত্বাধিকারী সমীরণ ঘোষকে অস্বাস্থ্যকর, অপরিষ্কার ও অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য উৎপাদনের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৫৫ ধারায় ৪ লাখ টাকা অর্থদন্ড করা হয়।

মোবাইল কোর্টের সকল অভিযুক্তদের নিকট হতে সর্বমোট ৫ লাখ ৮০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

পরবর্তীতে নির্বাহী ম্যাজিট্রেট মোহাম্মদ আল-আমিন জরিমানায় আদায়কৃত ৫ লাখ ৮০ হাজার টাকা সরকারি কোষাগারে জমা করেন যার মোবাইল কোর্ট মামলা নং- ০১/২০২২, ০২/২০২২, ০৩/২০২২ ও ০৪/২০২২ তারিখ ১৮/০৪/২০২২ইং।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!