গণসচেতনা সৃষ্টিতে ও সততা চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার লক্ষে দুর্নীতি দমন কমিশন ও খুলনা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ জুলাই) ১০ টায় দৌলতপুর মুহসিন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অডিটোরিয়ামে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে কেডিএ খানজাহান আলী মাধমিক বিদ্যালয়, সরকারি মুহসিন মাধ্যমিক বিদ্যালয়, সরকারি ল্যবরেটারী মাধ্যমিক বিদ্যালয় ও দৌলতপুর মুহসিন মাধ্যমিক বালিকা বিদ্যালয়।
বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ান হয়েছে মুহসিন মাধ্যমিক বালিকা বিদ্যালয়। আর রানার্স আপ হয় কেডিএ খানজাহান আলী মাধমিক বিদ্যালয়। প্রতিযোগিদের মধ্যে ক্রেস্ট প্রদান করেন প্রধান অতিথি দুর্নীতি দমন কমিশন, খুলনা এর উপ-পরিচালক মোঃ আবদুল ওয়াদুদ।
বিতর্ক অনুষ্ঠানে দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক শেখ আশরাফ উজ জামানের সভাপতিত্বে মডারেটরের দায়িত্ব পালন করেন এ্যাডভোকেট কুদরত-ই-খুদা, বিচারকের দায়িত্ব পালন করেন দুদকের সহকারী পরিচালক শেখর কুমার রায়, মিনা আজিজুর রহমান ও মোঃ মনিরুজ্জামান রহিম।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সরকারি মুহসীন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম জোয়ার্দ্দার, মুহসিন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সভাপতি মফিজুল ইসলাম হিরু, প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম, সৈয়দ এনামুল হাসান ডায়মন্ড, রকিব উদ্দিন ফারাজী, মিনা জিল্লুর রহমান প্রমুখ।
খুলনা গেজেট/এমএম