খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক নগরীতে মশক নিধন কার্যক্রম জোরদার করার নির্দেশ দিয়েছেন। রবিবার(৩ এপ্রিল) দুপুরে নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে কঞ্জারভেন্সী বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সাথে অনুষ্ঠিত জরুরী সভায় তিনি এ নির্দেশ দেন। সম্প্রতি নগরীতে মশার উপদ্রব বৃদ্ধি সংক্রান্ত অভিযোগের প্রেক্ষিতে সিটি মেয়র এ সভা আহবান করেন।
সিটি মেয়র মশার উপদ্রব বন্ধে পরিচালিত ক্রাশ প্রোগ্রাম আরো জোরদার করার নির্দেশ দিয়ে বলেন, পবিত্র রমজান মাসে নগরবাসীকে স্বস্তি দিতে যা যা প্রয়োজন সবকিছু করতে হবে এবং এ কাজ বাস্তবায়নে সকল কর্মকর্তা-কর্মচারীকে সেবার মানসিকতা নিয়ে নিষ্ঠার সাথে দায়িত্ব পালনেরও নির্দেশ দেন।
এছাড়া সভায় ড্রেনের আবর্জনা ও সংলগ্ন খালের কচুরী পানা অপসারণের সিদ্ধান্ত নেয়া হয়। একইসাথে ড্রেনে ময়লা আবর্জনা না ফেলতে সভায় নগরবাসীর প্রতি আহবান জানানো হয়।
কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্ম সচিব) লস্কার তাজুল ইসলাম, সচিব মো: আজমুল হক, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা প্রকৌশলী মো: আব্দুল আজিজ, সহকারী কঞ্জারভেন্সী অফিসার নূরুন্নাহার এ্যানী, মো: আব্দুর রকিব, মোল্লা মারুফ রশীদ, মো: জিয়াউর রহমানসহ কঞ্জারভেন্সী সুপারভাইজার ও স্প্রেম্যানবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।
খুলনা গেজেট/ এস আই