খুলনা, বাংলাদেশ | ৭ মাঘ, ১৪৩১ | ২১ জানুয়ারি, ২০২৫

Breaking News

  নির্বাচনী অঙ্গনকে দুর্নীতিমুক্ত করতেই সংস্কারের প্রস্তাব : বদিউল আলম
  বিশ্ব অর্থনৈতিক ফোরামের বৈঠকে যোগ দিতে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা

নগরীতে ইফতারের দোকানে মোবাইল কোর্টের অভিযান, জরিমানা

নিজস্ব প্রতি‌বেদক

নগরীর ইফতারের দোকানসমূহে স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিতকরণে এবং মানসম্মত ইফতারের ক্রয়-বিক্রয় মনিটরিংয়ের উদ্দেশ্যে মোবাইল কোর্টের অভিযান পরিচালিত হয়। এ সময় ৭টি মামলায় ১৯ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়

অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসন, খুলনার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব দেবাশীষ বসাক এবং জনাব অপ্রতিম কুমার চক্রবর্তী।

মোবাইল কোর্ট পরিচালনাকালে নগরীর বিভিন্ন পয়েন্টে ইফতারের দোকানসমূহে স্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করা হচ্ছে কী না, সাজিয়ে রাখা খাবার যথাযথভাবে ঢেকে রাখা হয়েছে কী না, ফুটপাথ দখল করে ইফতারের দোকান বসানো হয়েছে কী না, স্বাস্থ্যসম্মত মোড়কে ও মানসম্মত প্রক্রিয়ায় খাবার বিক্রয় করা হচ্ছে কী না এসব বিষয় তদারকি করা হয়।

এসময় মোট ৭টি মামলায় ১৯ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। মানসম্মত ও স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখার জন্য দোকানীদের যথাযথ নির্দেশ দেন কর্তব্যরত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ।

জনস্বাস্থ্য নিশ্চিতকল্পে এবং খাদ্যের নিরাপত্তা বজায় রাখতে পুরো রমজান মাসেই মোবাইল কোর্টের এরূপ অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!