যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া বাজারে বেশি দামে সয়াবিন তেল বিক্রি করার অপরাধে দুই ব্যবসায়ীকে ১০ হাজার টাকা ও ওজনে কম দেয়ার অপরাধে দুই মাংস ব্যবসায়ীকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ মার্চ) সন্ধ্যায় উপজেলার নওয়াপাড়া বাজারে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাহ উদ্দীন এ জরিমানা করেন।
নাজির সুব্রত রায় জানান, সয়াবিন তেল বেশি দামে বিক্রি করার অপরাধে নওয়াপাড়া বাজারের বিনিময় স্টোর ও লুৎফর স্টোরকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ২০০৯ এর ৪৫ ধারায় পাঁচ হাজার করে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ওজনে কম দেয়ার অপরাধে নওয়াপাড়া বাজারের মাংস ব্যবসায়ী মোহাম্মদ নাসিরকে পাঁচ হাজার টাকা ও একই অপরাধে মাংস ব্যবসায়ী মাসুদকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান চলাকালে উপস্থিত ছিলেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ফারুক হুসাইন সাগর, কৃষি কর্মকর্তা গোলাম ছামদানী, অভয়নগর থানার এসআই বনিআমিন প্রমুখ।
খুলনা গেজেট/ টি আই