খুলনা, বাংলাদেশ | ১৯ বৈশাখ, ১৪৩১ | ২ মে, ২০২৪

Breaking News

  ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্নের ঘোষণা কলম্বিয়ার প্রেসিডেন্টের

ধামরাইয়ে নির্বাচন পরবর্তী সহিংসতায় নিহত ২, আহত ৩৫

গে‌জেট ডেস্ক

ঢাকার ধামরাইয়ে ১৫ ইউনিয়নের নির্বাচনের পর রাতেই সহিংসতায় দুটি ইউনিয়নে প্রতিপক্ষের হামলায় মারা গেছেন ২ জন। নিহতরা হলেন- রাতুল ও নাছিরউদ্দিন মোল্লা। এসময় আহত হয়েছেন প্রায় ২৩ জন। বাড়ি ভাংচুর করা হয়েছে কয়েকটি।

এছাড়াও আরও ৩টি ইউনিয়নে হামলা-সংঘর্ষে আহত হয়েছেন প্রায় ৩৫ জন। এ নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে শুক্রবার সকালে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে বলে জানা গেছে।

জানা গেছে, ধামরাইয়ে বৃহস্পতিবার ১৫টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের পরপর শুরু হয় হামলা-সংঘর্ষ ও মারামারি। এতে কুল্লা ইউনিয়নে হামলায় রাতুল নামে এক যুবক মারা যান। এসময় আহত হন প্রায় ৮ জন।

রাতেই সুয়াপুর ইউনিয়নে প্রতিপক্ষের হামলায় নাছিরউদ্দিন মোল্লা নামে এক ব্যক্তি মারা যান। এসময় কয়েকটি বাড়ি ভাঙচুর করা হয়। এতে আহত হন ১০ জন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ধামরাইয়ের চৌহাট ইউনিয়নের চরচৌহাট এলাকায় রাতেই নৌকা ও স্বতন্ত্র প্রার্থী পারভীন হাসমান প্রীতির সমর্থকদের মধ্যে ব্যাপক মারামারি হয়। এতে আহত হয় কমপক্ষে ১৯ জন।

এছাড়াও রোয়াইল ও সানোড়ায় মারামারি হয়েছে । এতেও আহত হয়েছে কয়েকজন। এনিয়ে এলাকায় ব্যাপক উত্তেজনা চলছে।

ধামরাই থানার অফিসার ইনচার্জ ওসি আতিকুর রহমান ২ জন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!