চাল-ডাল-তেল-আটা-চিনি-সিলিন্ডার গ্যাস-সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর ক্রমবর্ধমান ঊর্ধ্বগতির প্রতিবাদে শনিবার (২ এপ্রিল ) বিকেল ৫টায় দলীয় কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সদর থানা সভাপতি কমরেড তোফাজ্জেল হোসেন।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর সাধারণ সম্পাদক কমরেড এ্যাড. নিত্যানন্দ ঢালী, জেলা সম্পাদকমন্ডলীর সদস্য কমরেড সুতপা বেদজ্ঞ, মহানগর সম্পাদকমন্ডলীর সদস্য কমরেড রঙ্গলাল মৃধা, সিপিবি নেতা কমরেড অশোক বিশ্বাস, কমরেড সাইদুর রহমান বাবু, কমরেড ওয়াহিদুর রেজা বিপলু, কমরেড জাহানারা আক্তারী প্রমুখ। সভায় বক্তারা বলেন, তেল, চাল, ডাল, চিনি, সিলিন্ডার গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধি ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থ চূড়ান্তভাবে প্রমাণিত। দেশের সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। সাথে সাথে সন্ত্রাসী কর্মকান্ডও বেড়ে গেছে অসহনীয় পর্যায়। বক্তারা অবিলম্বে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের জন্য সরকারের প্রতি জোর আহ্ববান জানান।
অপরদিকে ঐ একই দাবিতে সিপিবি ২২, ২৩ ও ২৯ নং ওয়ার্ড শাখার উদ্যোগে আজ সন্ধ্যা ৭টায় পার্টির অস্থায়ী কার্যালয়ে শাখা সম্পাদক জাহানারা আক্তারীর সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন সিপিবি মহানগর সভাপতি কমরেড মিজানুর রহমান বাবু, জেলা সম্পাদকমন্ডলীর সদস্য কমরেড সুতপা বেদজ্ঞ, সিপিবি নেতা কমরেড এ্যাড. অসিত হালদার, কমরেড মিনু পাল, কমরেড শ্রীবাস অধিকারী, কমরেড রেখা কুন্ডু প্রমুখ।
খুলনা গেজেট/ টি আই