খুলনা, বাংলাদেশ | ২ মাঘ, ১৪৩১ | ১৬ জানুয়ারি, ২০২৫

Breaking News

  জাতীয় পরিচয় নিবন্ধন আইন, ২০২৩ বাতিল
  সর্বদলীয় বৈঠকে বিএনপি-জামায়াতের প্রতিনিধি দল
  শুধু ওয়াদা নয়, ন্যায্য স্বাধীনতা প্রতিষ্ঠায় জামায়াতের রাজনীতি : ডা. শফিকুর
  ১৭ বছর পর কারামুক্ত হলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফু্জ্জামান বাবর
  দেশে হিউম্যান মেটানিউমোভাইরাস (এইচএমপিভি) আক্রান্ত নারীর মৃত্যু

দ্বিতীয় টেস্টে পাকিস্তান ২৪৬ রানে পরাজয়

গেজেট ডেস্ক

গলে স্বাগতিক শ্রীলঙ্কা ও সফরকারী পাকিস্তানের মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্টে পাকিস্তানকে ২৪২ রানের ব্যবধানে হারিয়েছে শ্রীলঙ্কা। এতে ১-১ এ ড্র হয়েছে সিরিজ। এর আগে সিরিজের প্রথম ম্যাচে ৪ উইকেটের জয় পেয়েছিল পাকিস্তান।

শেষ দিনেই বুক চিতিয়ে লড়াই করেছেন বাবর।

দ্বিতীয় টেস্টে জিততে হলে শেষ দিনে পাকিস্তানকে করতে হত আরও ৪১৯ রান। ৫০৮ রানের বিশাল লক্ষ্য তাড়া করা কোনোভাবেই সহজ কাজ নয়। তবুও বাবর আজম চেষ্টা করেছিলেন ম্যাচটাকে অন্তত ড্র করার।

তবে বর্তমান বিশ্বের অন্যতম সেরা এই ব্যাটার সফল হতে পারেননি। ১ উইকেটে ৮৯ রান নিয়ে খেলতে নেমে পাকিস্তান শুরুতেই হারিয়ে ফেলে ইমাম উল হককে। ৯০ বলের মোকাবেলায় ৪৯ রান করেন ইমাম। এরপর মোহাম্মদ রিজওয়ানকে নিয়ে চেষ্টা চালান বাবর।

তবে রিজওয়ানও ৬৯ বলে ৩৭ রান করে সাজঘরে ফিরলে পাকিস্তান ম্যাচ থেকে ছিটকে পড়ে। সাজঘরে ফেরার আগে বাবর ৮১ রান করেন ১৪৬ বলের মোকাবেলায়, যে ইনিংসে ছিল ৬টি চার ও ১টি ছক্কা।

শ্রীলঙ্কার পক্ষে প্রবাথ জয়াসুরিয়া পাঁচটি ও রমেশ মেন্ডিস চারটি উইকেট শিকার করেছেন। দ্বিতীয় ইনিংসের সেঞ্চুরিতে ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ধনঞ্জয়া ডি সিলভা। গোটা সিরিজে ১৭ উইকেট শিকার করে সিরিজের সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন নিজের তৃতীয় টেস্ট সম্পন্ন করা স্পিনার প্রবাথ জয়াসুরিয়া।

খুলনা গেজেট / আ হ আ




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!