আইপিএলে এবার দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলছিলেন মুস্তাফিজুর রহমান। কিন্তু জাতীয় দলের ডাকে তাকে আসর ছাড়তে হচ্ছে। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলতে লন্ডনের উদ্দেশে রওনা দিচ্ছেন তিনি। এরইমধ্যে তাকে বিদায়ও জানিয়েছে দিল্লি।
বুধবার কোচ রিকি পন্টিংয়ের সঙ্গে মুস্তাফিজের একটি ছবি সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে আপলোড করেছে দিল্লি ক্যাপিটালস। ক্যাপশনে তারা লিখেছে, ‘কোচের আশীর্বাদ এবং দলের পক্ষ থেকে আমাদের বাঘের (মুস্তাফিজ) জন্য শুভকামনা। আয়ারল্যান্ডে ভালোভাবে যাও, ফিজ।’
এবারের আইপিএল অবশ্য মনে রাখার মতো কাটেনি মুস্তাফিজের। মাত্র দু’টি ম্যাচ খেলেছেন তিনি। মুম্বাইয়ের বিপক্ষে ম্যাচে ৪ ওভারে ৩৮ দিয়ে উইকেট শিকার করেছিলেন ১টি। আর দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ৩ ওভারে ৪১ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য। এরপর আর তাকে একাদশে রাখেনি দিল্লি। এবার তার জাতীয় দলে যোগ দেওয়ার পালা।
আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল এখন ইংল্যান্ডে। কয়েক ভাগে ভাগ হয়ে লন্ডনে গেছেন দলের সদস্যরা। এই সফরের বাংলাদেশ স্কোয়াডে আছেন মুস্তাফিজ। জানা গেছে ভারত থেকে প্রথমে ঢাকায় ফিরবেন মুস্তাফিজ। পরে বৃহস্পতিবার (৪ মে) সকাল ১০টা ৪০ মিনিটের ফ্লাইটে লন্ডনে যাবেন ফিজ।
খুলনা গেজেট/এনএম