সাতক্ষীরায় র্যাব সদস্যরা এক অভিযান চালিয়ে ২৯৫ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মটর সাইকেলসহ দু’জনকে গ্রেপ্তার করেছে। শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে দেবহাটা উপজেলার হাদিপুর গ্রামের হাটখোলা বাজারের যাত্রী ছাউনীর সামনে পাঁকা রাস্তার উপর থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো সাতক্ষীরার কলারোয়া উপজেলার কাকডাঙ্গা গ্রামের মোঃ মাহবুবুল ইসলামের ছেলে মোঃ রুহুল আমিন (৪৫) ও কেড়াগাছি গ্রামের মৃত. আব্দুর রহমানের ছেলে মোঃ ইকবাল হোসেন (৪৮)।
র্যাব সূত্র জানায়, দেবহাটার হাদিপুর গ্রামের হাটখোলা বাজার এলাকায় মাদক দ্রব্য ক্রয়-বিক্রির করার উদ্দেশ্যে কয়েক ব্যক্তি অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সিনিঃ এএসপি মোঃ বজলুর রশীদ এর নেতৃত্বে র্যাব-৬, সাতক্ষীরা (সিপিসি-১) এর একটি আভিযানিক দল বেলা সাড়ে ৫ টার দিকে সেখানে অভিযান চালায়। এসময় হাদিপুর গ্রামের হাটখোলা বাজারের যাত্রী ছাউনীর সামনে পাঁকা রাস্তার উপর থেকে দুই মটর সাইকেল চালককে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশী করে ২৯৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে র্যাব সদস্যরা। এসময় তাদের ব্যবহৃত দু’টি মটরসাইকেল জব্দ করা হয়।
র্যাব-৬, সাতক্ষীরা (সিপিসি-১) এর সিনিঃ এএসপি মোঃ বজলুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত দুইজনকে দেবহাটা থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় র্যাবের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে।
খুলনা গেজেট/এনএম