খানজাহান আলী থানা বিএনপি’র সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয় ২০০৯ সালের ১৬ নভেম্বর। মাঝখানে কেটে গেছে ১৫ বছর। দেড় দশক পর ফুলবাড়িগেট বাজার সংলগ্ন বালুর মাঠ প্রাঙ্গণে আজ বুধবার সংগঠনের দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হবে। দীর্ঘদিন পর এ সম্মেলনকে কেন্দ্র করে দলীয় নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি হয়েছে। সম্মেলনে স্থল এবং ফুলবাড়ীগেট বাজারের প্রধান সড়কের দু’পাশে ছেয়ে গেছে নেতৃত্ব প্রত্যাশীদের বড় বড় ব্যানার, ফেস্টুন আর প্যানায়। সম্মেলনকে কেন্দ্র করে ফুলবডিগেট বাজারে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।
দলীয় সূত্রে জানা যায়, গত ২৯ নভেম্বর মনোনয়নপত্র সংগ্রহ এবং জমাদানের শেষ দিনে মহানগর দলীয় কার্যালয় থেকে সভাপতি, সাধারণ সম্পাদক, সংগঠনিক সম্পাদক শীর্ষ তিনটি পদে নেতৃত্ব প্রত্যাশী ৯ জন মনোনয়ন ফরম সংগ্রহ এবং জমা দিয়েছেন। এদের মধ্যে সভাপতি পদে দুইজন হলেন সংগঠনের থানা কমিটির আহবায়ক ও সাবেক ছাত্রদল নেতা কাজী মিজানুর রহমান ও আহবায়ক কমিটির সদস্য থানা বিএনপি’র সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ এনামুল হাসান ডায়মন্ড। সাধারণ সম্পাদক পদে বর্তমান থানা আহ্বায়ক কমিটির সদস্য সচিব ও সাবেক ছাত্রদল নেতা আবু সাঈদ হাওলাদার আব্বাস ও থানা আহবায়ক কমিটির সদস্য ও খানজাহান আলী থানা যুবদলের সাবেক সভাপতি মোল্লা সোহরাব হোসেন।
সাংগঠনিক সম্পাদক পদে প্রত্যাশী পাঁচজন হলেন বর্তমান থানা আহ্বায়ক কমিটির যুগ্ম আহবায়ক মোঃ এমদাদুল হক, মোঃ জাহিদুল ইসলাম, সদস্য মোল্লা সোহাগ হোসেন, মোঃ ফরহাদ হোসেন ও মীর মনিরুল ইসলাম সংগ্রাম।
সূত্র মতে, খান জাহান আলী থানার অন্তর্গত ৩ টি সাংগঠনিক ইউনিট যোগীপোল, আটরা গিলাতলা এবং কেসিসি ২ নং ওয়ার্ডের সম্মেলনে যেভাবে গণতান্ত্রিক উপায়ে ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচিত হয়েছে ঠিক একইভাবে থানা সম্মেলনেও গণতান্ত্রিক উপায়ে কাউন্সিলরদের ভোটের মাধ্যমে শীর্ষ তিনটি পদের নেতৃত্ব নির্বাচিত হবে। সম্মেলনে ২১৩ জন কাউন্সিলর তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
তবে মহানগর বিএনপি’র সাবেক সভাপতি নজরুল ইসলাম মঞ্জু সমর্থিত খানজাহান আলী থানা বিএনপি’র একটি বিরাট অংশ এ সম্মেলনে অংশগ্রহণ থেকে বিরত রয়েছে।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি’র খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অনিদ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু ও মহানগর বিএনপি’র সদস্য সচিব মোঃ শফিকুল আলম তুহিন। সম্মেলন উদ্বোধন করবেন মহানগর বিএনপি’র আহবায়ক এ্যাডঃ শফিকুল আলম মনা। সভাপতিত্ব করবেন খানজাহানআলী থানা বিএনপি’র আহবায়ক কাজী মিজানুর রহমান এবং সঞ্চালনা করবেন সংগঠনের থানা আহবায়ক কমিটির সদস্য সচিব আবু সাঈদ হাওলাদার আব্বাস।
খুলনা গেজেট/এনএম