প্রথম ওভারে মারুফা আক্তারের বিপক্ষে সাবলীল খেলা খেলে অস্ট্রেলিয়া। এক চারে নেয় ৬ রান। দ্বিতীয় ওভারে অধিনায়ক জ্যোতি বল তুল দেন সুলতানার হাতে। অফ স্পিনের জাদুতে প্রথম বলেই শুন্য রানে ফেরান ওপেনার ফোবকে। এরপর হ্যালি-পেরি জুটি গড়ার চেষ্টা করেন। কিন্তু সেখানেও বাধ সাধেন সুলতানা। পেরিকে ২ রানে ফেরান তিনি। সেই ধাক্কা সামলে না উঠতেই অস্ট্রেলিয়া হারায় গুরুত্বপূর্ণ উইকেট।
ব্যাট হাতে বড় ইনিংসের আভাস দেওয়া অজি অধিনায়ক হ্যালিকে ফেরান মারুফা। ২৯ ওভারে ৯০ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকছে অস্ট্রেলিয়া।
আইসিসি ওমেন্স চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে মুখোমুখি বাংলাদেশ-অস্ট্রেলিয়া। প্রথমবারের মতো বাংলাদেশে খেলতে আসা অজি মেয়েদের টস জিতে ব্যাটিংয়ে পাঠিয়েছে স্বাগতিক শিবির। মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় খেলাটি শুরু হবে। সরাসরি দেখা যাবে টি-স্পোর্টস ও বিসিবির ইউটিউব চ্যানেলে।
বাংলাদেশ একাদশ
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার, ফারজানা হক পিংকি, সোবহানা মোশতারি, মুর্শিদা খাতুন, রিতু মণি, স্বর্ণা আক্তার, রাবেয়া, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, সুলতানা খাতুন।
অস্ট্রেলিয়া একাদশ
অ্যালিসা হিলি (অধিনায়ক), ফোবে লিচফোর্ড, এলিস পেরি, বেথ মুনি, তাহলিয়া ম্যাকগ্রা, অ্যাশলি গার্ডনার, অ্যানাবেল সাদারল্যান্ড, জর্জিয়া ওয়্যারহাম, অ্যালানা কিং, কিম গ্রাথ, মেগান শ্যাট।
খুলনা গেজেট/এনএম