খুলনা, বাংলাদেশ | ১২ মাঘ, ১৪৩১ | ২৬ জানুয়ারি, ২০২৫

Breaking News

  নরসিংদীতে আ.লীগের দু’পক্ষের সংঘর্ষে নিহত ২, আহত অন্তত ১০ জন
  মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল কে এম সফিউল্লাহ আর নেই

দিঘলিয়া ৫ম শ্রেনীর ছাত্রীকে ৮ মাস ধরে ধর্ষণ! ৭ মাসের অন্তঃসত্ত্বা

 দিঘলিয়া প্রতিনিধি

খুলনার দিঘলিয়া উপজেলার ফরমাইশখানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ ম শ্রেণীর এক ছাত্রী একই এলাকার ৫০ বছর বয়সী এক লম্পট কর্তৃক গত বছরের জানুয়ারি থেকে আগস্ট মাস পর্যন্ত ৮ মাসে একাধিকবার ধর্ষণের শিকার হয়েছে। বর্তমানে মেয়েটি ৭ মাসের অন্তঃসত্ত্বা। এ ব্যাপারে অন্তঃসত্ত্বা মেয়েটির বাবা দিঘলিয়া থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। মামলা নং ১ তাং ০১/০৯/২০২১।

ঘটনার বিবরণে জানা যায়, দিঘলিয়া উপজেলার ফরমাইশখানা ৮ নং ওয়ার্ডের বাসিন্দা ঐ ছাত্রীকে  একই গ্রামের ৭ নং ওয়ার্ডের ৫০ বছর এক লম্পট বিভিন্ন প্রলোভন দেখিয়ে গত বছরের ২ জানুয়ারী আনুমানিক সকাল ১০ টার দিকে তাঁর ঘরের ভিতর নিয়ে প্রথমে ধর্ষণ করে। সেই থেকে আগষ্ট মাস পর্যন্ত মেয়েটি একাধিকবার ঐ লম্পট কর্তৃক ধর্ষণের শিকার হয়। ২৯ আগস্ট মেয়েটি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে তার মা বাবা মেয়েটিকে নগরীর ফুলবাড়িগেট দারোগা বাজার মমতা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যায়। ঐ ক্লিনিকের কর্তব্যরত চিকিৎক ডাঃ মততাজ রফিক মেয়েটির বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করে তাঁর বাবা মা’কে জানান, আপনার মেয়ে ৭ মাসের অন্তঃসত্ত্বা। ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী দ্রুত ধর্ষণকারী ঐ লম্পটকে গ্রেপ্তারের জোর দাবী জানিয়েছেন।

 

খুলনা গেজেট/এএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!