দিঘলিয়া উপজেলা অফিসার্স ক্লাবের উদ্যোগে ঈদ পুনর্মিলনী এবং উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুল আলমের যোগদানের দুই বছর পূর্তি উপলক্ষ্যে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বুধবার (১৩ জুলাই) বেলা ১১ টায় উপজেলা অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত এ পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুল আলম।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মোঃ আলী রেজা বাচা, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ শিরীন ময়না, দিঘলিয়া থানা অফিসার ইন চার্জ মোঃ আহসানউল্লাহ চৌধূরী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোঃ মাহবুবুল আলম, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আব্দুস সামাদ, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) আবু তারেক সাইফুল কামালসহ উপজেলার সকল কর্মকর্তা এবং কর্মচারীরা।