খুলনার দিঘলিয়া উপজেলার চন্দনীমহল বাজারে যুবককে কুপিয়ে জখমের ঘটনা ঘটেছে। হামলার শিকার যুবকের নাম মাহামুদুল হাসান (৪২)। আহত যুবক সেনহাটী ইউপি চেয়ারম্যান ও আঃলীগের বিদ্রোহী প্রার্থী গাজী জিয়াউর রহমান ওরফে জিয়ার গাজীর নির্বাচন পরিচালনা কমিটির সদস্য।
জানাযায়, রবিবার( ১৯ সেপ্টেম্বর) বেলা আনুমানিক সাড়ে ১২ টার সময় চন্দনীমহল বাজারে এ ঘটনা ঘটে। পূর্ব শত্রুতার জের ধরে প্রবাস ফেরত রাজিব নামক এক যুবক মাহামুদুল হাসান কে কুপিয়ে জখম করে।
আহত মাহামুদুল হাসান দিঘলিয়া উপজেলা স্বেচ্ছাসেবকলীগের প্রাক্তন সদস্য সচিব ছিলেন। বাড়ি চন্দনীমহল গ্রামের শেখ জসিমউদ্দিনের ছেলে। মাহামুদ বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এলাকাবাসীর কাছ থেকে জানা যায়, রাজিবের বাড়িও একই গ্রামের বাওয়ালী পাড়ায়। ৯/১০ বছর বিদেশ থাকার পর গত ৬ মাস হলো সে দেশে ফিরেছে। মাহামুদুলকে কোঁপানার সময় রাজিব বলতে থাকে ১০ বছর আগে তোঁকে ছেড়ে দিয়েছি। আজ তোঁকে ছাড়বো না।
ঘটনাটিকে কেন্দ্র করে রাজনৈতিক প্রতিপক্ষের উপর দায় চাপানোর চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি।