খুলনা, বাংলাদেশ | ১৯ বৈশাখ, ১৪৩১ | ২ মে, ২০২৪

Breaking News

  হবিগঞ্জের মাধবপুরে ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে পাঁচজন নিহত
  ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্নের ঘোষণা কলম্বিয়ার প্রেসিডেন্টের

দিঘলিয়ায় “নারী ও শিশু নির্যাতনের কোন ক্ষমা নেই” শেয়ারিং সভা

দিঘলিয়া প্রতিনিধি

“নারী ও শিশু নির্যাতনের কোন ক্ষমা নেই” এই শ্লোগানকে সামনে রেখে বেসরকারি সংস্থা রুপান্তর আয়োজিত প্লাটফর্ম সদস্যদের এক শেয়ারিং সভা বৃহস্পতিবার (১৮ নভেম্বর) বেলা ১১ টায় দিঘলিয়া উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত হয়।

প্লাটফর্মের আহবায়ক ও দিঘলিয়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ শিরীন ময়নার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন উক্ত প্লাটফর্মের যুগ্ম আহবায়ক ও পথেরবাজার সেকেন্ডারি স্কুলের প্রধান শিক্ষক নাজনীন আক্তার, যুগ্ম আহবায়ক দিঘলিয়া এম এ মজিদ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মেহেদী হাসান, সদস্য সচিব দিঘলিয়া প্রেসক্লাবের প্রাক্তন সভাপতি শেখ মনিরুল ইসলাম, সরোয়ার খান ডিগ্রী কলেজের ভাইস প্রিন্সিপাল শেখ আলতাফ হোসেন, দিঘলিয়া প্রেসক্লাবের প্রাক্তন সভাপতি ডাঃ সৈয়দ আবুল কাশেম, বর্তমান সভাপতি মোঃ একরামুল হোসেন লিপু, স্বেচ্ছাসেবী সংগঠন সুন্দরবন এসোসিশন এর সভাপতি মোল্যা মাকসুদুল ইসলাম, পথেরবাজার মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও সাংবাদিক মোঃ মিজানুর রহমান জীবন, ভরসা ফাউন্ডেশনের প্রতিনিধি মোসাঃ রেহেনা পারভীন, সেনহাটী মহিলা ইউপি সদস্য রওশন আরা রিনি, বারাকপুর মহিলা ইউপি সদস্য আলেয়া বেগম, আড়ংঘাটা মহিলা ইউপি সদস্য জোসনা আহন্মেদ, রেহেনা বেগম, যোগিপোল মহিলা ইউপি সদস্য মাহাফুজা বেগম, দিঘলিয়া মহিলা ইউপি সদস্য হাফিজা খাতুন, সেনহাটী মহিলা ইউপি সদস্য কোহিনুর বেগম, আবেদা বেগম, নারীনেত্রী তাসকিরা বেগম, সাবানা খাতুন, ফাতেমা খাতুন, জেসিকা সুলতানা, মোসাঃ রুবাইনা আক্তার প্রমুখ। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন রুপান্তের তথ্য কর্মকর্তা মোঃ আব্দুল হালিম।

 

খুলনা গেজেট /এমএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!