`শেখ হাসিনার বারতা নারী- পুরুষ সমতা, নারী-পুরুষ সমতায় তথ্য আপা পথ দেখায়।’ এই শ্লোগানকে সামনে রেখে দিঘলিয়া উপজেলা তথ্য আপার উদ্যোগে মাসিক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (১২ মে) বিকালে হাজীগ্রাম আতাই নগর আশ্রয়ন প্রকল্পে অনুষ্ঠিত এ উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ উঠান বৈঠকে বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আলিমুজ্জামান মিলন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আলী রেজা বাচা, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ শিরীন ময়না, প্রাক্তন মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ সামছুন্নাহার বেগম, উপজেলা শিক্ষা অফিসার শাহানাজ পারভীন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বিপাশা দেবী তনু, উপজেলা তথ্য আপা সাঈদা খাতুন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক একরামুল হোসেন লিপু, ডিজিটাল উদ্যোক্তা ওয়াহিদ মোড়ল রনি, স্থানীয় ইউপি সদস্য মোঃ আকবর সরদার, মোঃ শরীফুল ইসলাম প্রমুখ।
গ্রামীণ সুবিধাবঞ্চিত মহিলাদের তথ্যপ্রযুক্তিতে প্রবেশাধিকার এবং তথ্যপ্রযুক্তি ভিত্তিক সেবাপ্রদানের ক্ষমাতায়ন বৃদ্ধির লক্ষ্যে উপজেলা তথ্য আপার উদ্যোগে প্রতি মাসে মহিলাদের নিয়ে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
অন্যদিকে `শিক্ষিত মা এক সুরভির ফুল, প্রতিটি ঘর হবে একটি স্কুল, সচেতন মা উন্নত জাতি’ এই শ্লোগানকে সামনে রেখে একই স্থানে উপজেলা প্রশাসন ও শিক্ষা অফিস কর্তৃক আয়োজিত বিশ্ব মা দিবস উদযাপন উপলক্ষ্যে মা সমাবেশ অনুষ্ঠিত হয়। এবারের মা সমাবেশের প্রতিবাদ্য বিষয় ছিলো `শেখ হাসিনার বাড়তা, নারী পুরুষ সমতা।’