খুলনার দিঘলিয়া থানা পুলিশ গাজীরহাট ইউনিয়নের কেটলা গ্রামে চাঞ্চল্যকর খোকন বিশ্বাসের বাড়িতে দূর্ধর্ষ ডাকাতির সাথে জড়িত থাকার অভিযোগে শফিকুল মোল্যা (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে।
ইন্সপেক্টর (তদন্ত) রিপন কুমার সরকার খুলনা গেজেটকে জানান, গ্রেপ্তারকৃত শফিকুলকে আজ আদালতে প্রেরণ করা করা। পরে বিজ্ঞ আদালতে সে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করেছে। শুক্রবার (১ জুলাই) সন্ধায় গাজীরহাট ইউনিয়নের কোলাবাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
২৮ জুলাই রাতে উক্ত গ্রামের পান ব্যাবসায়ী খোকন বিশ্বাসের বাড়িতে দূর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়। ডাকাত দল খোকন বিশ্বাসের বাড়ির গ্রিল কেটে ভীতরে প্রবেশ করে বাড়ির সবাইকে অস্ত্রের মুখে জিন্মি করে নগদ টাকা, স্বর্নালংকারসহ আনুমানিক ১০ লক্ষ টাকার মালামাল লুট করে নির্বিঘ্নে পালিয়ে যায়। ডাকাতির এ ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ভীত হয়ে পড়ে এলাকার সংখ্যালঘু পরিবারগুলো।
ঘটনার পরদিন খুলনা পুলিশ সুপার মোহান্মদ মাহবুব হাসান, সহকারী পুলিশ সুপার রাজু আহন্মেদ, দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ আহসানউল্লাহ চৌধূরী, ইন্সপেক্টর (তদন্ত) রিপন কুমার সরকার ঘটনাস্থল পরিদর্শন করে সংখ্যালঘু পরিবারগুলোকে অভয় দেন এবং ডাকাতির সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস প্রদান করেছিলেন।
খুলনা গেজেট/ টি আই