ঐতিহ্যবাহী দিঘলিয়া এম এ মজিদ মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ১৯৯৫ ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (১২জুলাই) দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে সরকারি এম এ মজিদ ডিগ্রি কলেজের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় এ পুনর্মিলনী অনুষ্ঠান। ১৯৯৫ সালে এসএসসি পাস করার পর এটাই ছিল তাদের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠান। দীর্ঘ ২৭ বছর পর সবাই একত্রিত হতে পেরে উচ্ছ্বাসে ফেটে পড়ে। ভিন্ন ভিন্ন ভাবে তাদের আবেগ এবং অনুভূতি প্রকাশ করে।
পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক ও বর্তমান ম্যানেজিং কমিটির সভাপতি খান নজরুল ইসলাম। বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক মোঃ আমিরুল ইসলামসহ বর্তমান এবং প্রাক্তন শিক্ষকবৃন্দ। ‘৯৫ ব্যাচের পুনর্মিলনী এ অনুষ্ঠানটি ছিল খুবই প্রানবন্ত।
খুলনা গেজেট/ টি আই