টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে আজ শুক্রবার ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। শারজাহতে টসে হেরে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। তৃতীয় ওভারে ক্যারিবীয় ওপেনার এভিন লুইসকে ফিরিয়ে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দিয়েছেন মুস্তাফিজুর রহমান।
মুস্তাফিজের পর বাংলাদেশকে দ্বিতীয় সাফল্য এনে দিয়েছেন মেহেদী হাসান। ব্যক্তিগত দ্বিতীয় ওভারে বোলিং করতে গিয়ে ক্রিস গেইলকে ফিরিয়ে দিয়েছেন তিনি। এরপর হেটমায়ারকেও ফিরিয়ে দেন মেহেদী। শুরুতেই চার উইকেট হারিয়েছে বেশ চাপে ওয়েস্ট ইন্ডিজ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৭৮ রানে ৪ উইকেট হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।
ক্যারিবীয়দের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে একাদশে দুই পরিবর্তন এনেছে বাংলাদেশ। একাদশে ফিরেছেন তাসকিন আহমেদ ও বাঁহাতি ব্যাটসম্যান সৌম্য সরকার।
তাসকিন ও সৌম্যের ফেরায় বাদ পড়েছেন নুরুল হাসান সোহান ও নাসুম আহমেদ। এর মধ্য সোহানের ছিটকে যাওয়াটা অনুমিতই ছিল। অনুশীলনে তাসকিন আহমেদের বলে ব্যথা পেয়েছেন তিনি।
অন্যদিকে বাংলাদেশের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজও একাদশে দুটি পরিবর্তন এনেছে। জায়গা পেয়েছেন রিজার্ভ থেকে দলে স্থান পাওয়া জেসন হোল্ডার। একই সঙ্গে একাদশে ফিরেছেন রোস্টন চেইজ।
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৫ উইকেটে হারে বাংলাদেশ। এরপর নিজেদের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের কাছে হারে ৮ উইকেটের বিশাল ব্যবধানে। আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচটি বাঁচা-মরার। বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ—দুদলেরই আজ জয় ছাড়া বিকল্প নেই।
খুলনা গেজেট/এস আই