সড়ক দুর্ঘটনায় দাকোপের চালনা পৌরসভার পারচালনা গ্রামে সড়ক দুর্ঘটনায় ষাটোর্ধ এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টার দিকে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়। মৃত ওই বৃদ্ধা ওই গ্রামের পারুল বিশ্বাস।
এলাকাবাসি সূত্রে জানা গেছে, পাঁচ সন্তানের জননী পারুল বিশ্বাস। সকাল ১০ টার দিকে তিনি বাড়ির সামনে রাস্তার ওপর ধান রোদে দেয়। এর কিছুক্ষণ পর বাধন নামে দ্রুতগামী মটর সাইকেল তাকে ধাক্কা দেয়। পরবর্তীতে স্থানীয়রা তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নেয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুতে ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
খুলনা গেজেট/ বিএমএস