খুলনা, বাংলাদেশ | ২৪শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  যুক্তরাষ্ট্রের শুল্ক পুনর্বিবেচনার জন্য ট্রাম্পকে চিঠি দেবেন প্রধান উপদেষ্টা
  গাজায় গণহত্যা বন্ধে সোমবার বিশ্বব্যাপী ‘নো ওয়ার্ক নো স্কুল’
  কক্সবাজারের উখিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে নিহত ৩

দাকোপে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মারপিটের অভিযোগ

দাকোপ, প্রতিনিধি

দাকোপের পানখালী ইউনিয়নের লক্ষীখোলা গ্রামে নৌকা ও ঘোড়া প্রতীকের সমর্থকদের মাঝে মারপিটের ঘটনা ঘটেছে। এঘটনায় ঘোড়া প্রতীকের সমর্থক মফিদুল শেখ থানায় লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানাযায়, ১১ সেপ্টেম্বর বেলা ২ টার দিকে কাটাবুনিয়া এলাকায় ঘোড়া প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা কালে নৌকার সমর্থক হাফিজ শেখ, মইন শেখ, বজলে গাজী ও সেলিম শেখ তাকে বাধা দেয়। বাকবিতন্ডতার একপর্যায়ে তারা মফিদুল শেখকে বেধড়ক মারপিট করে। ফলে রক্তাত্ব জখম অবস্থায় হাসপাতালে ভর্তি হলে তার মুখে ৩টি সেলাই দিতে হয়।

এ ব্যাপারে নৌকার প্রার্থী শেখ আবদুল কাদের বলেন, ‘আমার কোন লোক এমন ঘটনার সাথে জড়িত না। প্রতিপক্ষ পরাজয় নিশ্চিত জেনে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে নিজেরাই ঘটনা সৃষ্টি করে ভিত্তিহীন অভিযোগ করছে।’

এ বিষয় জানতে চাইলে দাকোপ থানার অফিসার ইনচার্জ শেখ সেকেন্দার আলী অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন, ‘বিষয় টি তদন্ত স্বাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!