আন্তর্জাতিক বর্ণবৈষম্য বিলোপ দিবস উদযাপন উপলক্ষে কেসিসি মেয়রের নিকট স্মরকলিপি প্রদান করা হয়েছে। গতকাল বৃহষ্পতিবার সকালে নগরভবনে দলিত ওয়ার্কিং কমিটির সদস্যরা মেয়রের নিকট এ স্মরকলিপি প্রদান করেন। এ স্মরকলিপিতে দলিত হরিজনদের অধিকার প্রতিষ্ঠায় ও জীবনমান উন্নয়নের ৫ টি দাবি উত্থাপন করা হয়।
দাবিগুলো হচ্ছে বর্ণ বৈষম্য বিলোপ আইন পাস এবং দ্বাদশ জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে ঘোষণা করা সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন ও সংখ্যালঘু কমিশন গঠন, খুলনা সিটি কর্পোরেশনে পরিচ্ছন্নতা কর্মী নিয়োগের ক্ষেত্রে আউটসোর্সিং পদ্ধতি বাতিল করা এবং প্রকৃত হরিজনদের নিয়োগ প্রদান করা, ১৭নং ওয়ার্ড সোনাডাঙ্গা হরিজন কলোনীর পুকুর সংস্কার করে তা ব্যবহারের উপযুক্ত করা, ২১নং ওয়ার্ডে বসবাসকারী হরিজনদের স্থায়ী আবাসনের ব্যবস্থা করা, মহেশ^রপাশা ঋষিপাড়ার কালিমন্দির সংলগ্ন খাস জমি মন্দিরের নামে বরাদ্দ করার জন্য কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা।
স্মরকলিপি প্রদান করার সময় উপস্থিত ছিলেন বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফুজ্জামান, নাগরিক নেতা মিনা আজিজুর রহমান, ওয়ার্কিং কমিটির সদস্য সালমা জাহান মনি, দিপক সরকার, ইসরাত নূয়েরী হোসেন, অরুন দাশসহ দলিত কমিউনিটি লিডার, সাংবাদিক, ওয়ার্কিং কমিটির সদস্যবৃন্দ।
খুলনা গেজেট/এইচ