দলিত জনগোষ্ঠীর সামাজিক ক্ষমতায়ন এবং সাংবিধানিক অধিকারসহ ৮ দফা দাবি ইতোমধ্যে ক্ষমতাসীন দল অওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই দাবি বাস্তবায়নের লক্ষ্যে কাউন্টারপার্ট ইন্টারন্যাশনালের কারিগরী সহযোগীতায় ইউএসএইডের অর্থায়নে এবং ওয়ার্কিং গ্রুপ এর সহযোিগতায় সেইড প্রকল্পের মাধ্যমে দলিত সংস্থা একটি নাগরিক সংলাপ সভার আয়োজন করে। বুধবার সকাল ১০টায় সিএসএস আভা সেন্টারে এ সংলাপ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ওয়ার্কিং গ্রুপের আহ্বায়ক সিলভী হারুন।
সংলাপ সভায় সংখ্যালঘু কমিশন গঠন, সংখ্যালঘু সুরক্ষা আইন পাশ, দলিত-হরিজনদের বসবাসের জন্য আবাসিক ফ্লাট তৈরীসহ ইশতেহারে অন্তর্ভুক্ত দাবি বাস্তবায়নে গুরুত্ব আরোপ করা হয়। দাবির পক্ষে একাত্বতা ঘোষণা করেন দলিত ওয়ার্কিং গ্রুপ, বৃহত্তর খুলনা উন্নয়ন সমন্বয় কমিটি, মানবাধিকার বাস্তবায়ন সংস্থা, সম্প্রীতি ফোরাম, আইনজীবী, শিক্ষক ও দলিত-হরিজন সম্প্রদায়ের নেতৃবৃন্দ।
সংলাপে উপস্থিত ছিলেন বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফ উজ জামান, দলিতের নির্বাহী পরিচালক স্বপন কুমার দাস, সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক খান মোতাহার হোসেন, টিটিটির অধ্যক্ষ কাজী বরকাতুল ইসলাম, খুলনা সিটি কর্পোরেশনের স্থপতি রেজবিনা খানম রিক্তা, নাগরিক নেতা মিনা অজিজুর রহমান, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার সমন্বয়কারী অ্যাড. মোঃ মোমিনুল ইসলাম, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির সমন্বয়কারী অ্যাড. বাবুল হাওলাদার, সেইড প্রকল্পের ব্যবস্থাপক ইসরাত নূয়েরী হোসেন, অরুন দাশ, সম্পা দাস প্রমুখ।
এছাড়া সভায় জেল সমবায় কার্যালয় ও যুব উন্নয়ন অধিদপ্তরের প্রতিনিধি, আইনজীবী, সম্প্রীতি ফোরাম, খুলনা বিশ^বিদ্যালয়ের শিক্ষক, এনজিও, সাংবাদিক, দলিত-হরিজন সম্প্রদায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।