সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে দলিত জনগোষ্ঠীর সঠিক পরিসংখ্যান, অনলাইন ডাটাবেস তৈরি এবং পৃথক পরিচয়পত্র প্রদানের দাবি জানিয়েছেন খুলনার নাগরিক নেতারা। এই দাবিতে বৃহস্পতিবার সম্প্রীতি ফোরামের উদ্যোগে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপি গ্রহণ করেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক খান মোতাহার হোসেন।
এর আগে দলিতসহ সমাজের পিছিয়েপড়া জনগোষ্ঠীর অধিকার আদায় খুলনা সমাজসেবা অধিদপ্তরের মিলনায়তনে জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন নাগরিক নেতা ও সুশিল সমাজের প্রতিনিধিরা। বৈঠকে সভাপতিত্ব করেন সম্প্রীতি ফোরামের সভাপতি সিলভী হারুন।
বৈঠকে বক্তারা বলেন, আর্থ-সামাজিক ও রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে বাংলাদেশে সবচেয়ে উপেক্ষিত, বঞ্চিত ও অসহায় জনগোষ্ঠীর মধ্যে অন্যতম দলিত সম্প্রদায়। সরকার বিভিন্ন কর্মসূচির মাধ্যমে অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের জন্য নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। কিন্তু দলিত জনগোষ্ঠীর সঠিক পরিসংখ্যান কারও কাছে নেই। এজন্য নানাভাবে সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচি থেকে তারা বঞ্চিত হচ্ছে।
এ অবস্থায় সরকারের নির্বাচনী ইশতেহারে দলিতদের জন্য সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আনার ঘোষণা দ্রুত বাস্তবায়ন, দলিতদের সঠিক পরিসংখ্যান, অনলাইন ডাটাবেস তৈরি ও সুবর্ণ কার্ডের মতো পৃথক পরিচয়পত্র প্রদানের দাবি জানানো হয়।
সভায় উপস্থিত ছিলেন জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক খান মোতাহার হোসেন, সহকারী পরিচালক শফিকুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা আবিদা আফরিন ও মাসুদুর রহমান, বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফ উজ জামান, সম্প্রীতি ফোরামের সহ-সভাপতি মিনা আজিজুর রহমান, ইসরাত নূয়েরী হোসেন, অরুন দাশ, সম্পা দাশ প্রমুখ।
খুলনা গেজেট/এইচ