শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি সোমবার দুপুরে ফুলতলার দক্ষিণডিহিতে রবীন্দ্র্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শ্বশুরবাড়ি ভবন ও রবীন্দ্র কমপ্লেক্স পরিদর্শন করেন। এ সময় তিনি কমপ্লেক্স ভবনে রবীন্দ্র সংগ্রহশালায় বিভিন্ন সময়ের চিত্র, তৈজষপত্র, পান্ডলিপিসহ গ্যালারি ঘুরে দেখেন।
পরে তিনি পার্শ্ববর্তী পায়গ্রাম কসবাস্থ রহমানিয়া এলিমেন্টারি স্কুল পরিদর্শন ও বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থার বিষয়ে খোঁজ খবর নেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রসাশক (সার্বিক) মোঃ সাদিকুর রহমান খাঁন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ শেখ আকরাম হোসন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন, সহকারী কমিশনার (ভূমি) দিপা রানী সরকার, রহমানিয়া এলিমেন্টারি স্কুলের প্রতিষ্ঠাতা কুতুব উদ্দিন আহম্মেদ গোরা, ওসি (তদন্ত) মোঃ শাহাদাত হোসেন প্রমুখ।
খুলনা গেজেট / আ হ আ