খুলনা, বাংলাদেশ | ১৪ বৈশাখ, ১৪৩১ | ২৭ এপ্রিল, ২০২৪

Breaking News

  চাওয়াই নদীতে গোসলে নেমে প্রাণ গেল দুই শিশুর
  গরুবাহী নছিমনের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত
  জামালপুরে ধান মাড়াই করতে গিয়ে তাঁতী লীগ নেতার মৃত্যু
  দিনাজপুরের ঘোড়াঘাটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

তিন ম্যাচ পর জয়ে ফিরলো ধোনির চেন্নাই

ক্রীড়া প্রতিবেদক

টানা তিন ম্যাচ হারের পর অবশেষে জয়ের মুখ দেখেছে চেন্নাই সুপার কিংস। মহেন্দ্র সিং ধোনির দল ৮ উইকেটে হারিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুকে। রবিবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ে নেমে অধিনায়ক বিরাট কোহলির ফিফটিতে ৬ উইকেটে ১৪৫ রান করে ব্যাঙ্গালুরু। ১৪৬ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায় চেন্নাই। ওপেনার রুতুরাজ গাইকওয়াডের অর্ধ-শতকে ২ উইকেটে ১৫০ রান করে ধোনিরা।

ব্যাটিংয়ে নেমে শুরুটা দুর্দান্ত করেছিল ব্যাঙ্গালুরু। দুই ওপেনার দেবদূত পাডিক্কাল ও অ্যারন ফিঞ্চের ওপেনিং জুটি ভাঙেন স্যাম কারেন। ফিঞ্চের (১৫) বিদায়ের পর স্কোরবোর্ডে আর ১৫ রান যোগ হতেই সাজঘরে ফেরেন আরেক ওপেনার পাডিক্কাল (২২) । দুঃসময়ে ধীরগতির ব্যাটিংয়ে দলকে টেনে নিতে থাকেন কোহলি ও এবি ডি ভিলিয়ার্স। দুজনের গড়েন ৮২ রানের জুটি।

ইনিংসের শেষদিকে হাত খুলে খেলা শুরু করতেই ৩৬ বলে ৪ চারে ৩৯ রান করে বিদায় নেন ডি ভিলিয়ার্স। দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান বিদায় নিলেও ফিফটি তুলে নেন কোহলি। তবে এরপর আর এগোতে পারেননি। কারেনকে দ্বিতীয় উইকেট উপহার দেওয়ার আগে ৪৩ বলে ১ চার ও ১ ছক্কায় ৫০ রান করেন তিনি।

ভারতীয় অধিনায়কের বিদায়ের আর দাঁড়াতে পারেননি ব্যাঙ্গালুরুর আর কোনো ব্যাটসম্যান। দ্রুত সাজঘরে ফেরেন মঈন আলী (১) ও ক্রিস মরিস (২)। গুরকিরাত সিং ২ ও ওয়াশিংটন সুন্দর ৫ রানে অপরাজিত ছিলেন।

মামুলি রান তাড়া করতে নেমে শুরুতেই ঝড় তুলে চেন্নাই। ১৩ বলে ২৫ রান করে ওপেনার ফাফ ডু প্লেসিস ফিরলেও আম্বাতি রাইডু (৩৯) ও অধিনায়ক ধোনিকে (১৯) সঙ্গে করে জয় নিয়ে মাঠ ছাড়েন আরেক ওপেনার গাইকওয়াড। তার ৫১ বলে ৬৫ রানের ইনিংসটি সাজানো ছিল ৪ চার ও ৩ ছক্কায়।

এই জয়েও অবশ্য কোনো লাভ হচ্ছে না চেন্নাইয়ের। কারণ চলতি আইপিএলে প্লে-অফে খেলার স্বপ্ন আগেই শেষ হয়ে গেছে ধোনিদের। ১২ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে আপাতত তারা রাজস্থান রয়্যালসকে টপকে তালিকায় সাতে ওঠে এসেছে। অন্যদিকে ১১ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে তিনে ব্যাঙ্গালুরু।

খুলনা গেজেট/এএমআর




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!