খুলনা, বাংলাদেশ | ২৮ বৈশাখ, ১৪৩১ | ১১ মে, ২০২৪

Breaking News

  বাগেরহাটের শরণখোলায় বজ্রপাতে দুই শ্রমিক নিহত, আহত ৬
  দিনাজপুরে ট্যাংক লরির চাপায় নিহত ২
  প্রবীণ রাজনীতিক হায়দার আকবর খান রনো আর নেই

কলারোয়া ও তালার ২১ ইউপিতে চেয়ারম্যান পদে ১০০ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

সাতক্ষীরা ও তালা প্রতিনিধি

সাতক্ষীরার কলারোয়া ও তালা উপজেলার ২১টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণের জন্য চেয়ারম্যান পদে মোট ১০০ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। আগামী ১১ এপ্রিল অনুষ্ঠিতব্য এই ইউপি নির্বাচনে মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিনে বৃহস্পতিবার (১৮ মার্চ) প্রার্থীরা উৎসব মুখর পরিবেশে কর্মী সমর্থকদের নিয়ে মনোনয়নপত্র জমা দেন।

দলীয়ভাবে একমাত্র আওয়ামী লীগের প্রার্থী ছাড়া অন্য কোন দলের প্রার্থীরা মনোনয়নপত্র জমা না দিলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য অনেকেই মনোনয়নপত্র জমা দিয়েছেন। তবে জেলার ২১ ইউপি’র প্রায় অধিকাংশ ইউপিতে আ’লীগের বিদ্রোহী প্রার্থী রয়েছে। আবার স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি দলীয় ভাবে অংশ গ্রহণ করবে না দলীয় হাই কমান্ডের এমন সিদ্ধান্ত থাকার পরও স্বতন্ত্র প্রার্থী হিসাবে অনেকেই মনোনয়ন পত্রজাম দিয়েছেন।

কলারোয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মনোরঞ্জন বিশ্বাস জানান, উপজেলার ১০টি ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত ৫ জন রিটার্নিং কর্মকর্তার দেওয়া তথ্য মতে চেয়ারম্যান পদে ৫১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। এরমধ্যে আ’লীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী হিসাবে জয়নগর ইউনিয়নে শামছুদ্দীন আল মাসুদ বাবু, জালালাবাদ ইউনিয়নে সহকারী অধ্যাপক আমজাদ হোসেন, কয়লা ইউনিয়নে আসাদুল ইসলাম, লাঙ্গলঝাড়া ইউনিয়নে প্রভাষক এমএ কালাম, কেঁড়াগাছি ইউনিয়নে ভুট্টো লাল গাইন, সোনাবাড়িয়া ইউনিয়নে বেনজির হোসেন হেলাল, চন্দনপুর ইউনিয়নে মনিরুল ইসলাম মনি, হেলাতলা ইউনিয়নে সরদার আনসার আলী, য়াড়া ইউনিয়নে মাহাবুবুর রহমান মফে এবং যুগিখালি ইউনিয়নে রবিউল হাসান মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এছাড়া সাধারণ সদস্য পদে ৪০৬ জন এবং সংরক্ষিত নারী সদস্য পদে ১২৩ জন প্রার্থী তাদের মনোনয়ন জমা দিয়েছেন। এই উপজেলার কেরালকাতা ও কুশোডাঙ্গা ইউপিতে ভোট গ্রহণ হচ্ছে না।

এদিকে তালা উপজেলার ১১ টি ইউনিয়নে আ’লীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী হিসাবে ধানদিয়া ইউনিয়নে মোঃ শহিদুল ইসলাম, নগরঘাটা ইউনিয়নে মোঃ কামরুজ্জামান সুরুলিয়া ইউনিয়নে মোঃ মতিয়ার রহমান, তেতুলিয়া ইউনিয়নে এসএম আবুল কালাম আজাদ, তালা সদর সরদার ইউনিয়নে জাকির হোসেন, ইসলামকাটি ইউনিয়নে সুভাষ চন্দ্র সেন, মাগুরা ইউনিয়নে গণেশ দেবনাথ, খলিষখালী ইউনিয়নে মোঃ মোজাফফর রহমান, খেশরা ইউনিয়নে মোঃ রাজিব হোসেন, জালালপুর ইউনিয়নে মোঃ রবিউল ইসলাম মুক্তি ও খলিলনগর ইউনিয়নে প্রণব ঘোষ বাবলু দলীয় মনোনয়ন জমা দিয়েছেন। এর মধ্যে সরুলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে সর্বাধিক ১১ জন প্রার্থী মনোনয়ন জমা দেন। এই উপজেলায় ৬টি ইউপিতে আ’লীগের একাধিক বিদ্রোহী প্রার্থী রয়েছেন।

তালা উপজেলা নির্বাচন অফিসার রাহুল রায় জানান, মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে ১১টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪৯ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। এছাড়া সাধারণ সদস্য পদে ৪৬২ এবং সংরক্ষিত নারী সদস্য পদে ১৩৫ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১৯ মার্চ এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৪ মার্চ।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!