খুলনা, বাংলাদেশ | ১৯ বৈশাখ, ১৪৩১ | ২ মে, ২০২৪

Breaking News

  অর্থ আত্মসাৎ মামলায় জামিন পেলেন ড. মুহাম্মদ ইউনূস
  রাজবাড়ীতে সাড়ে ৩ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক
  হবিগঞ্জের মাধবপুরে ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে পাঁচজন নিহত
  ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্নের ঘোষণা কলম্বিয়ার প্রেসিডেন্টের

দলিত জনগোষ্টির জন্য আলাদা তথ্য সংগ্রহ ও অন্তর্ভুক্তির দাবিতে মানববন্ধন

তালা প্রতিনিধি 

তালা প্রেসক্লাবের সামনে বৃহস্পতিবার সকালে উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার আয়োজনে আদমশুমারী ২০২১ এ দলিত জনগোষ্টির জন্য আলাদা তথ্য সংগ্রহ ও অন্তরভুক্তির দাবিতে মানববন্ধন পালিত হয়েছে।

এ সময় মানবন্ধনে উপস্থিত ছিলেন, উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ও বিডিইআরএম কেন্দ্রীয় নারী বিষয়ক সম্পাদক জয়ন্তী রানী, বিডিইআরএম সভাপতি দিলীপ কুমার দাস, উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার সভাপতি জুয়েল সরকার। এ সময় বক্তরা আরও বলেন, প্রতি ১০ বছর পর পর দেশে আদমশুমারী হয়। সর্বশেষ পঞ্চম আদমশুমারী হয়েছিল ২০১১ সালে। এবার ষষ্ট আদমশুমারী হতে যাচ্ছে ২০২১ সালে। ২০২১ সালের ২ থেকে ৮ জানুয়ারি পর্যন্ত আদমশুমারীর তথ্য সংগ্রহ করা হবে। তবে এবার আদমশুমারী নয়, এর নাম হবে জনশুমারী ও গৃহগনণা এবং আদমশুমারীতে আগামী ২০২১ এ দলিত ও বঞ্চিত জনগোষ্টির জন্য আলাদা তথ্য সংগ্রহ ও অন্তভুক্তির দাবিতে তালায় এ মানববন্ধন পালিত হয়।

খুলনা গেজেট/এমআর

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!