খুলনার ডুমুরিয়ায় সড়ক দূর্ঘটনায় এক মোটর সাইকেল চালক নিহত ও অপর আরোহী আহত হয়েছেন। শুক্রবার রাত ১২টার দিকে চুকনগর-যশোর মহাসড়কের কাটাখাল ব্রীজে এই দূর্ঘটনাটি ঘটে। সে যশোরের মনিরামপুর উপজেলার পাকুড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে বিল্লাল হোসেন (২২)।
পুলিশ জানায়, রাত ১২টার দিকে চুকনগর বাজার থেকে মনিরামপুরের উদ্দেশ্যে মোটরসাইকেলে রওনা হয় বিল্লাল ও অপর আরোহী শিশির। চুকনগর বাসষ্ট্যান্ড থেকে ৩ কিলোমিটার দুরে কাটাখাল ব্রীজে ওঠার সময় দ্রুত গতি সম্পন্ন মোটরসাইকেলটি ব্রীজের রেলিংএর সাথে সজোরে ধাক্কা লাগে। এতে তারা দুজনেই রাস্তার উপর ছিটকে পড়ে, বিল্লাল মাথাসহ শরীরের বিভিন্ন প্রচন্ড আঘাত প্রাপ্ত হয় এবং শিশির সামান্য আঘাত পায়। খবর পেয়ে চুকনগর (খর্ণিয়া) হাইওয়ে থানা পলিশ ঘটনাস্থলে পৌছে তাদের উদ্ধার ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিল্লালকে মৃত ঘোষনা করেন। চুকনগর (খর্ণিয়া) হাইওয়ে থানার ভারপ্রাপ্ত (ওসি) মোঃ মেহেদি হাসান দূঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন ।
খুলনা গেজেট / আ হ আ