গোপালগঞ্জ-খুলনা-বগেরহাট-সাতক্সীরা পিরোজপুর কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় জমিতে সুষম মাত্রায় সার প্রয়োগের মাধ্যমে বোরো ধান উৎপাদনের উপর সোমবার মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
ডুমুরিয়া উপজেলার ভেলকামারি বিলে সাংবাদিক শেখ হেদায়েতুল্লাহর জমিতে চাষকৃত বিআর ২৮ জাতের এ মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোপালগঞ্জ-খুলনা-বগেরহাট-সাতক্ষীরা পিরোজপুর কৃষি উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক ও খুলনা মৃত্তিকা সম্পদ ইন্সটিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা অমরেন্দ্রনাথ বিশ্বাস।
এ সময়ে প্রকল্প পরিচালক অমরেন্দ্রনাথ বিশ্বাস বলেন, আমাদের দেশে প্রতিবছর আবাদী জমির পরিমাণ কমছে। জলবায়ু পরিবর্তনজনিত কারণে জমিতে লবণাক্ততার পরিমান বাড়ছে। তাই ফসল উৎপাদনে মাটির গুণাগুণ পরিক্ষা করে পরিমাণ মত সুষম সার কীটনাশক প্রয়োগ করলে ফসলের ফলন অনেকটাই বাড়বে। তিনি বলেন, আবাদী জমির পরিমান কমলেও জনসংখ্যা বাড়ছে তাই খাদ্যের চাহিদাও বাড়ছে এজন্য আমাদের রকমারি ফসল উৎপাদনের উপর গুরুত্ব দিতে হবে। তিনি বিআর-২৮ জাতের ফলনে সন্তোষ প্রকাশ করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রকল্পের বৈজ্ঞানিক কর্মকর্তা শামসুন নাহার রত্না মৃত্তিকা সম্পদ ইন্সটিটিউটের শেখ রফিকুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন, সাংবাদিক সুমন্ত চক্রবর্তি, আঃ লতিফ মোড়ল, সুব্রত ফৌজদার। মাঠ দিবসে ভেলকামারি বিলের প্রায় ৫০জন বোরো চাষী উপস্থিত ছিলেন।
খুলনা গেজেট/ টি আই