জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী- ২০২৫ উদযাপন উপলক্ষ্যে সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন, পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান রবিবার (২৫মে ) দুপুরে খুলনা টুটপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় নজরুল মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) আবু সায়েদ মো. মনজুর আলম।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তাঁর জীবনের অধিকাংশ সময় দারিদ্র্যতার সাথে সংগ্রাম করে জীবন অতিবাহিত করেছেন। শত দারিদ্র্যতার মধ্য দিয়ে গেলেও তিনি বাংলার নিপীড়িত মানুষের অধিকারের বিষয় থেকে পিছু হননি। একাধারে তিনি সাম্য, প্রেম, মানবতা ও বিদ্রোহের কবি। সর্বদা তিনি তার সাহিত্যের মাঝে নিপিড়ীত মানুষের কথা তুলে ধরেছেন। ভারতবর্ষের স্বাধীনতা কামনা করার জন্য বিভিন্ন সময়ে তাকে কারাবন্দী হতে হয়েছে। তবুও তিনি অন্যায়ের কাছে মাথা নত করেননি। জাতীয় কবির এই আদর্শকে আমাদের মননে ধারণ করার জন্য আজকের শিশুদেরকে নজরুল সাহিত্যে মনোযোগী করে গড়ে তুলতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা তথ্য অফিসের পরিচালক গাজী জাকির হোসেন ও থানা শিক্ষা অফিসার মো. শাহজাহান। এতে সভাপতিত্ব করেন নজরুল একাডেমির সাধারণ সম্পাদক মাসুদ মাহমুদ। খুলনা নজরুল একাডেমি এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
খুলনা গেজেট/এএজে