ডুমুরিয়ায় উপজেলা মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক ফোরাম গঠনের লক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ জুলাই) সকালে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কার্যালয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন এনজিসি এন্ড এনসিকে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আইউব হোসাইন।
সভায় বক্তব্য রাখেন শিক্ষক চন্ডীদাস মন্ডল, মতিয়ার রহমান, এস এম সিরাজুল ইসলাম, শংকর কুমার মন্ডল, জি এম নূরুজ্জামান, মোঃ শরীফুল ইসলাম, পরিতোষ কুমার মন্ডল, বি এম কামাল হোসেন, মোঃ আশরাফুল ইসলাম, মোঃ হারুনার রশিদ, মিহির রজ্ঞন সরদার, তপন কুমার মল্লিক, মোঃ শাজাহান আলী, শিবপদ ঢালী, রবীন্দ্র নাথ মিত্র, প্রভাত কুমার বৈদ্য, নীহার কান্তি মন্ডল, মিহির রজ্ঞন সরদার, প্রশান্ত কুমার মন্ডল, মোঃ ইদ্রিস আলী, দুলালী মন্ডল প্রমুখ। সভায় বক্তারা প্রধান শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির উদ্দেশ্যে ব্যাপক আলোচনা করেন। সভা শেষে মোঃ আইউব হোসাইনকে আহবায়ক করে ২২সদস্য বিশিষ্ট উপজেলা মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক ফোরাম গঠন করা হয়।
খুলনা গেজেট / আ হ আ